পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল চণ্ডীতলার ভগবতীপুর পোলধার এলাকায় নাকা চেকিং করার সময় একটি মোটর বাইক করে দুই সন্দেহভাজন ব্যক্তি যাওয়ার সময় তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কথার অসঙ্গতিতে গাড়ি তল্লাশি করে তাদের কাছ থেকে নগদ ৪৩ লক্ষ ৮০ হাজার টাকা পাওয়া যায়।
আরও পড়ুন: তৎকাল কেন, সফরের ২ দিন আগেও মিলবে ট্রেনের কনফার্ম টিকিট! সহজ উপায় জানুন…
advertisement
এরপর পুলিশ সন্দেহভাজন দু’জনকে মোটরবাইক সমেত আটক করে চণ্ডীতলা থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, টাকার সঠিক উৎস অভিযুক্তরা জানাতে পারেনি।
আরও পড়ুন: সমুদ্রের ধারে তখন পর্যটকদের ভিড়, হঠাৎ দিঘায় ঘটল ভয়ঙ্কর কাণ্ড! মুহূর্তে ছোটাছুটি
এতগুলো টাকা নগদে তারা কোথায় নিয়ে যাচ্ছিল, তারও কোনও সঠিক তথ্য তারা দিতে পারেননি। তাই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দুই ব্যক্তির নাম সমীর মল্লিক ও সামি উল্লা।