আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মারাত্মক ঘটনা ভুবনেশ্বরে, দেখুন ভাইরাল ভিডিও
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শিশু বন্ধুদের সঙ্গে পাশের বাড়িতে গিয়ে খেলা করছিল। সেখানেই খেলা করতে করতে বাড়ির ইলেকট্রিক বোর্ডে একটি তার ঢোকায় সে। সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে থাকে সে। বাড়ির লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। তড়িঘড়ি হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবার-সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: ২০-২২টা কুকুরের সঙ্গে ছেলেকে ঘরে আটকে রাখে বাবা-মা! পুণেতে মারাত্মক কাণ্ড
গতকালই ঝড়ের মধ্যে আম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ যায় এক ব্যক্তির। দুর্ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম লতিফ মণ্ডল। পেশায় তিনি ভ্যান চালক। বাড়তি রোজগারের জন্য বিভিন্ন বাগানে গিয়ে আম পাড়ার কাজও করতেন তিনি। বুধবার সকালে স্থানীয় গোরাইনগর এলাকায় একটি আম বাগানে যান লতিফ। গাছে উঠে যখন আম পাড়ছিলেন, তখন অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীচে পড়ে যান, হাত-পা ভেঙে যায় তাঁর। ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, লতিফকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
