স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই একটি পাশের বাড়ির ছোট ছেলে খেলতে গিয়ে স্বরূপের মৃতদেহ জলে ভাসতে দেখে আর সে দেখেই ওই ছোট্ট ছেলে প্রতিবেশীদেরকে খবর দেয়। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা দ্রুত পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন: আধার বায়োমেট্রিক প্রতারণা জারি, AEPS জালিয়াতি ঠেকাতে কী করবেন? কোনটা না, জানাল কলকাতা পুলিশ
advertisement
পরিবার সূত্রে জানা গেছে বাড়ি থেকে দোকানে ময়দা কেনার জন্য বাড়ির বাইরে বেরিয়ে ছিল। কিন্তু তারপর থেকে স্বরূপ বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পর বাড়ির লোকজন খোঁজখবর চালায়। পাড়ার একটি পুকুরের পারে একটি ছোট্ট ছেলে খেলতে গিয়ে দেখে জলে ভাসছে স্বরূপের দেহ।
আরও পড়ুন: তিস্তার পারে বসে কাঞ্চনজঙ্ঘা দর্শন, জলপাইগুড়ি শহরে অবিশ্বাস্য দৃশ্য! দেখুন
কী করে পুকুরের জলে স্বরূপের মৃতদেহ এল তা নিয়ে আতঙ্কে সবাই। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে রহস্য বেড়েছে। যদিও খানাকুল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।
suvojit Ghosh