জানা গিয়েছে, চুপড়িঝাড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সভাপতি রবিউল হক মোল্লা তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দেন সিপিএম-এ। বৃহস্পতিবার তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: নিজের মায়ের সঙ্গে এ কী কাণ্ড ঘটাল ছেলে! চক্ষু চড়কগাছ পাড়া-প্রতিবেশীর
চুপড়িঝাড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রবিউল হক মোল্লা তৃণমূল কংগ্রেস ছাড়া নিয়ে বলেন, যে পার্টির নেতা মন্ত্রী সবাই চোর সেই পার্টিতে থেকে উপকার করা যায় না। তাই তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএম-এ যোগ দেওয়া।
advertisement
আরও পড়ুন: মমতার দুর্গে হানা দিতে শুভেন্দুতেই ভরসা! বিজেপি এবার যা দায়িত্ব দিল, তুঙ্গে শোরগোল!
যদিও কুলতলি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পিন্টু প্রধান জানান, তৃণমূল কংগ্রেস থেকে অনেকদিন আগেই রবিউলকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে কেউই সিপিএম পার্টিতে যোগ দেয়নি। এসবই লোক দেখানো।