জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত গিরিয়া গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে মঙ্গলবার দুপুরে নদীতে স্নান করতে যায় এক কিশোর। আর তখনই গভীর খাদ থাকার কারণেই জলে তলিয়ে যায় আজিজ সেখ নামের ঐ কিশোর। ঘটনার জেরে ছুটে আসেন গ্রামের বাসিন্দারা। কিশোরের আত্মীয়রা বলেন, ‘‘স্নান করতে নেমে জলের টানে ভেসে যায় কিশোর। আমরা চেষ্টা করেও উদ্ধার করতে পারিনি।’’ পুলিশ জানিয়েছে, ‘‘নিখোঁজ হওয়ার পর থেকেই উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিপর্যয় মোকাবিলা দলের সহায়তায় নাবালকের খোঁজ চালানো হচ্ছে।’’
advertisement
কিশোরের পরিবারের সদস্যরা এও জানিয়েছেন, স্কুল থেকে এসেই নদীতে স্নান করতে যায়। আর তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ খবর পেয়ে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। তবে দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও নিখোঁজ কিশোরদের কোনও সন্ধান পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমেছে কিশোরের পরিবারে। একইসঙ্গে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের এখনও খুঁজে পাওয়া যায়নি।
কৌশিক অধিকারী