এই নোটিশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। গত ৬ নভেম্বর বিডিওর পক্ষ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু ২০ নভেম্বর পর্যন্ত একজনও টাকা ফেরত দেননি। শুধুমাত্র টাকা আ্যকাউন্টে ঢুকে যাওয়াই নয়। লিস্টে এমন কিছু নাম রয়েছে যাদের আদৌ অস্তিত্ব নেই। রয়েছে গোয়ালঘর নামের ব্যক্তি, রয়েছে রাধাবল্লভ ও। কিন্তু কিভাবে এই নামের ব্যক্তি টাকা পেল তা নিয়ে জোর তরজা শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন: শীতকালে ত্বকে ও চুলে সর্ষের তেল মাখুন! বিশেষজ্ঞের থেকে জানুন ব্যবহারের বিশেষ পদ্ধতি
বিডিও নাজির হোসেন জানান, আদালতের নির্দেশ মেনে আবাস যোজনার অর্থনৈতিক সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় ইতিমধ্যে ২৭ জনকে চিহ্নিত করে ১ লক্ষ ২০ হাজার করে টাকা ফেরত চাওয়া হয়েছে। এখনও কেউ টাকা ফেরত দেননি। টাকা না ফেরালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ বেআইনিভাবে তৈরি ২৯ জনের তালিকা বড় চমকও আছে। তালিকায় কোন নাম ছাড়া এবং ঘোয়ালঘর, রাধাবল্লভ নামেও টাকা তুলে নেওয়া হয়েছে।
নবাব মল্লিক