আরও পড়ুনঃ ওজন বেড়ে সাইজ XS থেকে XL? ‘এই’ ম্যাজিক পনীয় গলাবে কেজি কেজি মেদ! চোখের নিমষে ছিপছিপে রোগা
স্বপন সরেনের স্ত্রী গৌরী সরেন জানান ”একমাস ধরে তামিলনাড়ুতে চাষের কাজ করতে গিয়েছিলেন। এদিন ভোরে খুড়দা রোড এক্সপ্রেস ট্রেন থেকে বেলদা রেল স্টেশনে নামেন তাঁরা। পরে জিনিসপত্র নিয়ে তাঁর স্বামী স্টেশনের একটি গাছের কাছে রাখতে বলেন। জিনিসপত্র রেখে ফিরে গৌরী এসে দেখে স্টেশনের প্ল্যাটফর্মের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁর স্বামী। এরপর সে দৌড়ে গিয়ে খবর দেয় বেলদা রেল স্টেশনে কর্মরত কর্মীদের।”
advertisement
আরও পড়ুনঃ মাত্র ৩৭-এই কেন গুটিয়ে গেলেন! সামনে এল ‘অন্য’ গল্প, বিক্রান্তের অবসরের কারণ কী
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশ। ততক্ষণে মৃত্যু হয় স্বপন সরেনের। কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী গৌরী। ফোনে যোগাযোগ করেন পরিবার-পরিজনদের সঙ্গে। জানাতে হয় স্বামীর মৃত্যুর খবর। রেল পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহটি সংগ্রহ করেছে এদিন।