পুরুলিয়ার স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী বিপননীর পাশাপাশি মেলায় রয়েছে একগুচ্ছ অনুষ্ঠান। যেখানে স্থানীয় ও বহিরাগত নামিদামি শিল্পীর একগুচ্ছ অনুষ্ঠান পরিবেশিত হবে তিনদিন ব্যাপী। এ বিষয়ে বিধায়ক রাজীব লোচন সরেন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কথা চিন্তা করে বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে সূচনা করেছেন। শিল্প, সংস্কৃতি , শিক্ষা সমস্ত ক্ষেত্রেই বাংলা এগিয়ে। তাই বাংলা মোদের গর্ব অনুষ্ঠান জেলার মানুষদেরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে।
advertisement
আরও পড়ুন: ধেয়ে আসছে ৪০ কিমি বেগে ঝড়…! সামলে শনি, রবি, কী হবে বাংলায়, জানিয়ে আবহাওয়া দফতর
এ বিষয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রাণী টুডু বলেন, “ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষের যে পরিমাণ সাড়া পাওয়া গিয়েছে তাতে আমরা অভিভূত। বিগত বছরে তুলনায় স্টলের সংখ্যা অনেকটাই বেড়েছে। আমরা আশাবাদী এ-বছর এই অনুষ্ঠান খুবই সাড়া পাবে।” এ বিষয়ে মেলায় আসা এক বিক্রেতা বলেন, নিজের হাতে এই সমস্ত সামগ্রী তৈরি করে তিনি এই মেলায় প্রদর্শনী করেছেন। এই মেলা থেকে তিনি অনেকটাই উপকৃত হয়েছেন। স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মোট ৪০ টি স্টল দেওয়া রয়েছে বাংলা মোদের গর্বের এ বছরের এই মেলায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এই মেলায় অংশগ্রহণ করেছেন। রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর বেশ কয়েকটি স্টল। এতে বিকল্প রোজগারের পথ খুঁজে পাচ্ছেন অত্যন্ত গ্রামের মহিলারা।
শর্মিষ্ঠা ব্যানার্জি