TRENDING:

Purulia News: ঝড় বৃষ্টি উপেক্ষা করে জমজমাট 'বাংলা মোদের গর্ব', চলছে পুরুলিয়ায় প্রদর্শনী ও মেলা

Last Updated:

জেলার শিল্প সংস্কৃতিকে সর্বত্র তুলে ধরতে "বাংলা মোদের গর্ব" প্রদর্শনী ও মেলা , বিগত বছরের তুলনায় বেড়েছে স্টলের সংখ্যা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: ঝুমুর গানের মধ্যে দিয়ে মেতে উঠল বাংলা মোদের গর্ব অনুষ্ঠান মঞ্চ। গ্ৰাম বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে তিন দিন‌ ব্যাপি এই আয়োজন হয় পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে।‌ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের পরিচালনায় ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান হয়। গ্ৰাম বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন। বর্তমানে জেলা জুড়ে ২২০০০ শিল্পী শিল্পীভাতা পাচ্ছেন। শিল্পীদের শিল্পের বিস্তার ঘটাতেই এই অনুষ্ঠান। ‌ বাংলা মোদের গর্ব একটি মেলা ও প্রদর্শনী। পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ-নৃত্য ও আদিবাসী নৃত্যের উপস্থিত হয় এই উৎসবে।
advertisement

পুরুলিয়ার স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী বিপননীর পাশাপাশি মেলায় রয়েছে একগুচ্ছ অনুষ্ঠান। যেখানে স্থানীয় ও বহিরাগত নামিদামি শিল্পীর একগুচ্ছ অনুষ্ঠান পরিবেশিত হবে তিনদিন ব্যাপী। এ বিষয়ে বিধায়ক রাজীব লোচন সরেন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কথা চিন্তা করে বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে সূচনা করেছেন। শিল্প, সংস্কৃতি , শিক্ষা সমস্ত ক্ষেত্রেই বাংলা এগিয়ে। ‌ তাই বাংলা মোদের গর্ব অনুষ্ঠান জেলার মানুষদেরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে।

advertisement

আরও পড়ুন: ধেয়ে আসছে ৪০ কিমি বেগে ঝড়…! সামলে শনি, রবি, কী হবে বাংলায়, জানিয়ে আবহাওয়া দফতর

এ বিষয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রাণী টুডু বলেন, “ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষের যে পরিমাণ সাড়া পাওয়া গিয়েছে তাতে আমরা অভিভূত। বিগত বছরে তুলনায় স্টলের সংখ্যা অনেকটাই বেড়েছে। আমরা আশাবাদী এ-বছর এই অনুষ্ঠান খুবই সাড়া পাবে।” এ বিষয়ে মেলায় আসা এক বিক্রেতা বলেন, নিজের হাতে এই সমস্ত সামগ্রী তৈরি করে তিনি এই মেলায় প্রদর্শনী করেছেন। এই মেলা থেকে তিনি অনেকটাই উপকৃত হয়েছেন। স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন তিনি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মোট ৪০ টি স্টল দেওয়া রয়েছে বাংলা মোদের গর্বের এ বছরের এই মেলায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এই মেলায় অংশগ্রহণ করেছেন। রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর বেশ কয়েকটি স্টল। ‌এতে বিকল্প রোজগারের পথ খুঁজে পাচ্ছেন অত্যন্ত গ্রামের মহিলারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ঝড় বৃষ্টি উপেক্ষা করে জমজমাট 'বাংলা মোদের গর্ব', চলছে পুরুলিয়ায় প্রদর্শনী ও মেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল