হাওড়া, আসানসোল, শিয়ালদহ স্টেশনের পাশাপাশি এবার ঢেলে সাজছে তাই ব্যান্ডেল স্টেশন। ইতিমধ্যেই নন-ইন্টারলকিংয়ের কাজে বিশ্বে রেকর্ড করেছে এই স্টেশন। এবার স্টেশন রি-বিল্ডিংয়ের কাজে গুরুত্বপূর্ণ কাজ শুরু হতে চলেছে। চলতি বছরের মধ্যেই জমা পড়ে যাবে স্টেশনের নতুন লুকের প্রজেক্ট রিপোর্ট। প্রাথমিক যে ডিজাইন জমা পড়েছে সেখানে দেখা যাচ্ছে ভোল বদল হয়ে গিয়েছে ব্যান্ডেলের। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্টেশন হয়ে যাবে দোতলা।
advertisement
এক তলায় যাত্রীরা লোকাল ও দূরপাল্লার ট্রেন ধরতে পারবেন। দোতলায় থাকবে অত্যাধুনিক ওয়েটিং রুম। থাকবে শপিং মল-সহ নানা ব্যবস্থা ৷ এ ছাড়া চালু হচ্ছে কার্গো হ্যান্ডলিং সেন্টার। যেখানে পণ্য ওঠানো-নামানোর কাজ অত্যন্ত দ্রুত গতিতে হবে। তার জন্যেও পরিকাঠামো প্রস্তুত করা হচ্ছে।
এই যাবতীয় প্রজেক্ট রিপোর্ট জমা পড়ে যাবে চলতি বছরের অক্টোবর মাসে। পূর্ব-রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘‘সব দিক থেকেই ব্যান্ডেল স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চাহিদা বুঝেই এই স্টেশন সাজানোর কাজ শুরু হচ্ছে। এই স্টেশনের চেহারা একেবারে বিমানবন্দরের মতোই হয়ে যাবে। অত্যাধুনিক লাউঞ্জ থেকে শুরু করে একটা আস্ত মল গড়ে উঠবে স্টেশনকে ঘিরে ৷ দূরপাল্লার ট্রেনের যাত্রীদের যেমন অসুবিধা হবে না। তেমনি লোকাল ট্রেনের যাত্রীদের আরামও বাড়বে।’’ প্রসঙ্গত পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দ্রুত গতিতে একাধিক স্টেশন সাজানোর কাজ চলছে। আপাতত অপেক্ষা ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট হাতে পাওয়ার।