এই যেন একেবারে অভিনব উদ্যোগ। এই উদ্যোগ শুধুমাত্র মানবতার জন্য। মানুষের পাশে যে মানুষ রয়েছে এবং কাশ্মীরের যে সমস্ত পর্যটকদের নির্বিচারে গুলি করে হত্যা করল জঙ্গিরা তার প্রতিবাদে এই বিশেষ মোমবাতি প্রজ্জ্বলন করলেন ব্যান্ডেল এলাকার ব্যবসায়ী মানুষরা। এবার আলো নিভিয়ে কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদ ব্যান্ডেলে।
advertisement
ব্যান্ডেল কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির দোকানদাররা পাঁচ মিনিট দোকানের আলো নিভিয়ে মৌমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেন। এদিন রোজকার মত দোকান খুলে দোকানে আলো জ্বালিয়ে দোকানদারি শুরু করলেও সন্ধ্যা সাতটা বাজতেই পাঁচ মিনিটের জন্য আলো নিভিয়ে ফেলেন প্রায় শতাধিক দোকানদার।
মোমবাতি জ্বালিয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন করেন। পাশাপাশি পাকিস্তানে আটক রয়েছেন এক ভারতীয় বিএসএফ সেনা জওয়ান। সেই জওয়ানেরও যাতে কোনওরকম ক্ষতি না হয় এবং পাকিস্তানি সৈন্যদের হাত থেকে যাতে তিনি মুক্তি পান সেই উদ্দেশ্যেও প্রার্থনা করেছেন এলাকার মানুষজন।
রাহী হালদার