এই বাঁশের ব্রিজটি আরামবাগ পঞ্চায়েত সমিতির অধীনে ছিল। সেতুটি ভেঙে যাওয়ায় পঞ্চায়েত সমিতির তরফে নৌকা চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে এলাকার মানুষের অভিযোগ সামান্য জল বাড়তেই সেতু ভেঙে গিয়েছে। সেতুটি শক্তপোক্তভাবে তৈরি করা হয়নি। বর্ষার শুরুতেই এই বিপর্যয়ে সমস্যায় পড়লেন সাধারণ মানুষ।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা শেখ সালাউদ্দিন তিনি জানান, যে বাঁশের সেতুটি তৈরি করা হয়েছিল সেটি প্রথম থেকেই নড়বড়ে ছিল। তার মধ্যে বর্ষার সময় প্রচুর পানা এসে জমেছিল ব্রিজের বাসের নিচে। হঠাৎ করেই মুণ্ডেশ্বরী নদীর জল বাড়তে শুরু হয় এবং কয়েক ঘন্টার মধ্যে জলস্তর এতটাই বেড়ে যায় যে ব্রিজের উপর থেকে জল বইতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই রাখা যায় বাঁশের ব্রিজ একেবারে ভেঙে জল স্রোতে চলে গেছে। স্থানীয় মানুষদের কাছে এখন যাতায়াতের একমাত্রই ভরসা সেটা হচ্ছে জলপথের নৌকায় করে যাওয়া।
এ বিষয়ে আরামবাগ পঞ্চায়েতের সভাপতি শিশির সরকার তিনি জানান, সাধারণ মানুষের কথা ভেবে যাতে তাদের যাতায়াত বন্ধ না হয়ে যায় সেই কারণে ওই এলাকায় নৌকা চালু করা হচ্ছে। আগামী দিনে মানুষের যাতে সমস্যা না হয় সেই দিক কথা মাথায় রেখে পরবর্তী কাজ করা হবে।।
রাহী হালদার