TRENDING:

Business Idea: বাড়ি বসে হবে আয়, সরকার দিচ্ছে বিশেষ 'ট্রেনিং'! প্রয়োজনে মিলবে লোন, লাক্ষা শিল্প দেখাবে উপার্জনের নয়া দিশা

Last Updated:

Business Idea: লাক্ষা শিল্প দেখাবে স্বনির্ভরতার নতুন দিশা। বলরামপুরে উপজাত দ্রব্য ও জুয়েলারি আইটেম তৈরির জন্য চলছে প্রশিক্ষণ। মিলবে আরও সুবিধা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : লাক্ষা শিল্পের পুনরুত্থানের লক্ষ্যে অভিনব উদ্যোগ। এক মাসব্যাপী বলরামপুরে শুরু হচ্ছে লাক্ষার তৈরি জুয়েলারির ওপরে প্রশিক্ষণ শিবির। ভারত সরকারের ক্ষুদ্র ও লঘু উদ্যোগ বিভাগের উদ্যোগে আয়োজিত এই শিবিরে স্থানীয় যুবক-যুবতীরা লাক্ষা থেকে উপজাত দ্রব্য ও জুয়েলারি সামগ্রী প্রস্তুতির প্রশিক্ষণ পাবেন এর মধ্যে দিয়ে।
advertisement

মূলত লাক্ষা থেকে উপজাত দ্রব্য ও জুয়েলারি আইটেম প্রস্তুত করার মধ্যে দিয়ে এলাকার যুবক-যুবতীদের স্বনির্ভরতার পথ প্রশস্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এতে অনেকেই উপকৃত হবেন। এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, রাজ্য সরকার গ্রামীণ শিল্পকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। লাক্ষা শিল্প একসময় এই এলাকার গর্ব ছিল।

আরও পড়ুন : নতুন বছরের আগে খুলছে না গৌরাঙ্গ সেতু, নদীপথেই চলছে ভারী ভারী পণ্যবাহী গাড়ি! যাত্রী পরিবহণেও বেড়েছে চাপ

advertisement

প্রশিক্ষণ ও সহায়তা পেলে আবারও এই শিল্পে যুক্ত হওয়ার সম্ভবনা তৈরি হবে। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য লোনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে লাভবান হবেন যুবক-যুবতীরা। এ বিষয়ে ভারত সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিভাগের সহকারী ডিরেক্টর সুদেষ্ণা দাস দেবনাথ বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার মিলে জেলা ভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে চ্যাপ্টা থালার মতো জিল পিঠে, মুখে দিলেই পাবেন মাংসের স্বাদ!শীতে বাড়িতেই বানিয়ে খান
আরও দেখুন

ব্যাংক লোনের মাধ্যমে স্বনির্ভরতা বৃদ্ধির দিকেও জোর দেওয়া হচ্ছে। যাতে যুবক যুবতীরা স্বনির্ভর হতে পারে, তার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মূলত গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। লাক্ষা থেকে উপজাত দ্রব্যের মাধ্যমে স্বনির্ভরতার পথ প্রশস্ত করতে এই উদ্যোগ আগামী দিনে যথেষ্টই উপযোগী হবে বলে মনে করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Business Idea: বাড়ি বসে হবে আয়, সরকার দিচ্ছে বিশেষ 'ট্রেনিং'! প্রয়োজনে মিলবে লোন, লাক্ষা শিল্প দেখাবে উপার্জনের নয়া দিশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল