আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে বাংলার মুখ উজ্জ্বল করবে জলপাইগুড়ির অঙ্গীরা
আসানসোলের একটি প্রতিষ্ঠিত বেকারি শিল্পীর কর্ণধার বলছেন, বর্তমানে কেকের চাহিদা বেশ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে এখন মানুষ কেটে সেলিব্রেট করছেন। পাশাপাশি পেস্ট্রির চাহিদা বেড়েছে অনেকখানি। এখন মিষ্টির সঙ্গে সঙ্গে আত্মীয়ের বাড়িতে কেক, পেস্ট্রি নিয়ে যাওয়াও অনেকে অভ্যাস করে ফেলেছেন। আর বড়দিনে বিগত কয়েক বছরে কেক-পেস্ট্রির চাহিদা বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে।
advertisement
তিনি বলেন, বর্তমানে বিভিন্ন ধরনের কেক বাজারে এসেছে। ফ্রুট কেক, প্লাম কেক তো রয়েছেই, একই সঙ্গে চকলেট পেস্ট্রি, ভ্যানিলা পেস্ট্রি ইত্যাদির চাহিদাও অনেকখানি বেড়েছে। তাছাড়া রয়েছে নানা ধরনের মাফিন। রয়েছে ব্রাউনির চাহিদাও। ফ্রুট মাফিনস, চকলেট মাফিনস ইত্যাদিগুলিও ভাল বিক্রি হচ্ছে। তাই সমস্ত রকমের কেক তৈরি করে রাখছেন বেকারির কর্মীরা। যাতে সমস্ত ক্রেতাদের চাহিদা পূরণ করা যায়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উল্লেখ্য, বর্ষ শেষের আগে বড়দিনের উৎসবে মাতোয়ারা হতে মানুষজন পরিকল্পনা সেরে ফেলেছেন। সুষ্ঠুভাবে বড়দিনের উৎসব সম্পন্ন করতে প্রশাসনিক মহলেও চলছে প্রস্তুতি। চার্চগুলিও সাজিয়ে তোলা হচ্ছে নানান রঙিন আলোয়। সেজে উঠছে বিভিন্ন শপিংমল, রাস্তাঘাট, রেস্তোরাঁ। আর তার সঙ্গেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বেকারিগুলিতেও।
নয়ন ঘোষ