জানা গিয়েছে, মুর্শিদাবাদের নবগ্রামের ঈশানপুর রামডাঙা এলাকায় জমিদার আমলের একজন চিকিৎসকের চেম্বার ছিল। চিকিৎসক প্রয়াত হওয়ার পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেই ডাক্তারের চেম্বার। সম্প্রতি গত দু’দিন ধরেই বৃষ্টি হতেই মাটি বসতে শুরু করে। আর তখনই মাটির নীচে থেকে একটি বজরংবলীর মূর্তি দেখতে পাওয়া যায়। মাটি নিচে থেকে বজরংবলীর মূর্তি বের করে কয়েকজন কিশোর। এবং এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কাতারে কাতারে মানুষ বজরংবলীর মূর্তি দেখতে ভিড় জমাচ্ছেন। ঘটনার জেরে খবর দেওয়া হয় নবগ্রাম থানায়। খবর পেয়েই ছুটে আসে পুলিশ ।এমনকি ছুটে আসে প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যেই জানানো হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকেও। এই মূর্তি কত দিনের প্রাচীন, খতিয়ে দেখা হবে। এই মূর্তি ব্রিটিশ আমলের কিনা তাও খতিয়ে দেখা হবে। এদিকে মূর্তি উদ্ধার হতেই দুধ গঙ্গাজল ঢেলে পুজো শুরু করে দিয়েছেন গ্রামের বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন : দইয়ের উপর ভাসতে থাকা হলুদ জল চরম ক্ষতিকর? খেলেই তিলে তিলে ফোঁপড়া শরীর? নাকি ঠিক উল্টোটা? জানুন
গ্রামের এক মহিলা জানিয়েছেন, ‘‘নবগ্রামের ঈশানপুরে যে চেম্বারের নীচে থেকে উদ্ধার হয়েছে তা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় ছিল। এখানেই আমরা আগামিদিনে বজরংবলীর মূর্তি পুজো করার চিন্তা ভাবনা গ্রহণ করেছি। জেলা প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টি। সম্মতি মিললেই পদক্ষেপ গ্রহণ করা হবে।’’