রবিবার ভোরে আহিরণ সিআরপিএফ ঘাট থেকে শুরু হয় সন্তরণ প্রতিযোগিতা। ৮১ কিমিতে এবছর প্রতিযোগীর সংখ্যা ছিল ২১ জন। যার মধ্যে ৩ জন মহিলা। ভারতের বিভিন্ন প্রান্তের সাতারু ছাড়াও অংশ নিয়েছিল স্পেন, বাংলাদেশ, দুবাই এবং ইন্দোনেশিয়ার দুই প্রবাসি ভারতীয়। এবছর ৮১ কিমি এ ২ জন এবং ১৯ কিমিতে মহিলা, পুরুষ বিভাগ মিলিয়ে মোট ৬ জন বাংলাদেশি সাতারু প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন।
advertisement
আরও পড়ুন : বন্ধুর হাত ধরতে গিয়েই… মুহূর্তে বদলে গেল খেলার আনন্দ! বন্ধুত্বের এমন পরিণতি, জানলে চোখে জল আসবে
২০২৩ এর পর এবার ২০২৫- বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় এবারেও প্রথম স্থান অধিকার করলেন বর্ধমানের ছেলে প্রত্যয় ভট্টাচার্য। গঙ্গাবক্ষে ৮১ কিমি সাঁতারে প্রথম হলেন বর্ধমানের প্রত্যয়। প্রত্যয় বলেন, ভাল প্রতিযোগী ছিল। এবছর ২১ জন নেমেছিল। তাদের মধ্যে বাংলাদেশের একজন সাঁতারু অনেক্ষন কাছাকাছিই ছিল। সুবিধাও হয়েছে, একটা হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার জন্য একজনকে পেয়ে ভালই হয়েছে। হ্যাট্রিক করার ইচ্ছে ছিল। এবছর সেই কারণেই নামা। এবছর সম্ভবত সময় লেগেছে ১০ ঘণ্টা ৫৬ মিনিট।
আরও পড়ুন : আরও পড়ুন : অন্তঃসত্ত্বা স্ত্রী ঘরে অপেক্ষায়! বাইক দুর্ঘটনায় প্রাণ গেল নাবালক স্বামী ও এক যুবতীর
আগামী দিনে ইংলিশ চ্যানেল যাওয়ার ইচ্ছে। ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন বাংলাদেশের নুরুল ইসলাম এবং তৃতীয় স্থানে বাংলাদেশের নয়ন আলী। মুর্শিদাবাদ সন্তরণ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এবছর বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীর সংখ্যাও বেশী। দেশ বিদেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। ১৯ কিমির পুরুষ বিভাগে অংশগ্রহণ করছেন ৩৮ জন, মহিলাদের গ্রুপে সংখ্যাটা ২১। অংশ নিয়েছিলেন বাংলাদেশের ৬ জন প্রতিযোগী। ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতার রুট আহিরন ঘাট থেকে বহরমপুরের গোরাবাজার ঘাট পর্যন্ত হয়। ১৯ কিমি এর টার্গেট জিয়াগঞ্জ সদর ঘাট থেকে বহরমপুর গোরাবাজার ঘাট। গঙ্গাবক্ষে সাঁতার দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে, ১৯ কিলোমিটারে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন গৌরব কাভেরী। লেকটাউন সুইমিং পুল। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের ফাইজাল আহম্মেদ ও তৃতীয় হয়েছেন জুয়েল আহম্মেদ সেও বাংলাদেশের। ১৯কিলো মিটারে মহিলা বিভাগে প্রথম হয়েছেন মৌবনী পাত্র, কুমারটুলি সুইমিং ক্লাব। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের মুক্তি খাতুন ও তৃতীয় সনিয়া আক্তার সেও বাংলাদেশের।