শেষমেশ তাঁর বাড়ির একটি রুম থেকেই উদ্ধার হয়েছে বাঘের মতো দেখতে ওই প্রাণীটিকে। প্রাণীটিকে বাঘরোল বলেই মনে করছেন গ্রামবাসীরা। স্থানীয় মানুষজন বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা প্রানীটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের গভীর জঙ্গলে সেটিকে ছেড়ে দেওয়ার কথা।
আরও পড়ুন: রুদ্ধশ্বাস লড়াই, কাশ্মীরে রাতভর এনকাউন্টার! বিরাট সাফল্য নিরাপত্তা বাহিনীর
advertisement
বাঘের মতো দেখতে। শুধু সাইজে ছোট এই যা। ধরতে গেলেই লাফিয়ে উঠছে। যেন বাঘের মতোই ঝাঁপিয়ে পড়বে শরীরে। যা দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। এলাকার মানুষ প্রাণীটিকে দেখার পরেই দুশ্চিন্তায় পড়েছিলেন। পরে স্থানীয় এক ব্যক্তি জানান, দুশ্চিন্তার কিছু নেই। বাঘের মতো দেখতে হলেও ওটি আসলে বাঘ নয়। বাঘরোল।
আরও পড়ুন: রবিবার এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা, কিন্তু বাংলায় ফের হবে বৃষ্টি! যা পূর্বাভাস...
তখনই সাহস করে সেটিকে ধরেন এক ব্যক্তি। তারপর গলায় চেন দিয়ে আটকে রাখা হয়। যাতে খাবারে টান না পড়ে সে জন্য দেন মুড়ি, দুধও। কিন্তু তা না খাওয়ায় দেওয়া হয় মাংসও। কিন্তু তাও মুখ তোলেনি প্রাণীটি। এরপর বন দফতর থেকে এসে প্রাণীটিকে নিয়ে যাওয়া হয়।
