আয়োজকরা জানিয়েছেন, বর্তমান সময়ে ব্যাডমিন্টন খেলা উঠে গিয়েছে এটা বলাই চলে। তাই এই প্রতিযোগিতার আয়োজন। ব্যাডমিন্টন খেলায় ১৬টি দল অংশগ্রহণ করেছে। মুর্শিদাবাদ জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা বীরভূমের সিউড়ি, রামপুরহাট থেকে এসেছেন প্রতিযোগীরা। খেলা শেষে যারা বিজয়ী হয় তাদের রাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
advertisement
কান্দি থানার আইসি মৃণাল সিনহা জানিয়েছেন, সন্তানকে মোবাইল থেকে সরাতে গেলে আগে অভিভাবকদের মোবাইল ছাড়তে হবে। কিন্তু অভিভাবকরা সাময়িক সুখ শান্তির জন্য মোবাইল ধরিয়ে দিয়ে থাকে শিশুদের হাতে। আর তখনই ঘটে বিপদ। তাই শিশুদের হাতে মোবাইল নয়। শিশুরা ফিরুক মাঠে। ব্যাডমিন্টনের খেলায় অংশগ্রহণ করলে মনের শারিরীক বিকাশ ঘটবে। এই খেলা শরীর সুস্থ রাখে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, ‘গা খামানোর জন্য ব্যাডমিন্টন খেলা হলেও প্রতিযোগিতার জন্য দেখা যায় না। তবে যুব সমাজ ও ছাত্র সমাজ পুঁথিগত বিদ্যার পাশাপাশি শরীর সুস্থ রাখতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা-সহ বীরভূম থেকে প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। আমরা চাই এই খেলার আগামী দিনে আরও শ্রীবৃদ্ধি ঘটুক।’





