তবে আশা করা যাচ্ছে আবহাওয়া কাটলেই ইলিশ ধরা পড়বে। কারণ ইলিশ সমুদ্রে রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: মিলছে না লাইসেন্স! চরম সমস্যায় সুন্দরবনের মৎস্যজীবীরা, জানেন কীভাবে চলছে মাছ ধরার কাজ
advertisement
পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর ওড়িশা উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হয়। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া বাংলাদেশের উপর গভীর নিম্নচাপে পরিণত হয়। যার জেরে দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া সমুদ্রও উত্তাল রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল, বেশিরভাগ মৎস্যজীবী ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি চলে এসেছেন। মাছ খুব একটা বাজারে আসছেনা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবছর মৎস্যজীবীরা ভেবেছিলেন ভাল পরিমাণে মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তারপর থেকে সমুদ্র উত্তাল রয়েছে। হাতে গোনা কয়েক দিন সমুদ্রে মাছ ধরা গিয়েছে। তবে পরিস্থিতি বদলালে বলে আশাবাদী মৎস্যজীবীরা।
নবাব মল্লিক