আরও পড়ুন: লাঠি, বন্দুক অতীত! এবার মাংস-ভাত পরিবেশনে ফিল্ডে নামলেন পুলিশ আধিকারিকরা
বৈদ্যবাটি ১৭ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে যেমন পাইপলাইন বসেছে তেমনি চক নতুন পাড়া এলাকাতেও পাইপলাইনের কাজ হয়েছে। অন্যদিকে জমা জলে বাড়ছে ডেঙ্গি আতঙ্গ! ইতিমধ্যেই এক ব্যক্তি ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি ভিন রাজ্যের হাসপাতালে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রথম থেকেই এই রাস্তার বেহাল দশা। নেই কোন সুষ্ঠু নিকাশি ব্যবস্থা। বারংবার রাস্তা এবং নিকাশির দাবিতে পুরোসভার দারস্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। এমনকি তারা জানান কেউ অসুস্থ হলে এখানে অ্যাম্বুলেন্স ঢোকার অবস্থায় নেই কাঁধে করে রোগীকে নিয়ে যেতে হয়।এছাড়াও মশা উপদ্রব বাড়ছে। এলাকায় একজন ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন, পাইপলাইন বসানোর কাজ এখনো শেষ হয়নি। ধাপে ধাপে কাজটা শেষ না হলে রেস্টরেশনের এর কাজ শেষ করা যাচ্ছে না। আশা করছি বর্ষার আগে আমরা রাস্তার কাজ করে ফেলতে পারবো। এর জন্য আগামী সোমবার ইঞ্জিনিয়ার ঠিকাদারদের সঙ্গে বসে আলোচনা করবেন।আমরাও ঠিকাদারদের সঙ্গে কথা বলব একটা রুট ম্যাপ তৈরি করব।
রাহী হালদার