TRENDING:

বর্ষার আগে আতঙ্কিত গ্রামবাসীরা, নিজেরাই চাঁদা তুলে শুরু করল রাস্তা তৈরি কাজ

Last Updated:

প্রশাসনকে বলেও রাস্তা সংস্কার হয়নি বাধ্য হয়েই চাঁদাতুলে গ্রামের ভগ্নপ্রায় রাস্তা মেরামত করল গ্রামবাসীরা চাঁদা দিলেন পঞ্চায়েত সদস্যও, গ্রামবাসীদের কারো হাতে কোদাল কারো হাতে ঝুড়ি, যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তা সংস্কার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর মোড় থেকে গোপালপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার চরম দুর্দশা পরিস্থিতি। ভগ্নপ্রায় এই রাস্তা দিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। জনজীবন অতিষ্ট হয়ে পড়েছিল এই রাস্তা দিয়ে। বর্ষার সময় গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতেও দ্বিধাবোধ করত। এর আগে একাধিকবার দুর্ঘটনার ঘটনাও ঘটেছে এই রাস্তায়।
News18
News18
advertisement

স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দফতরে রাস্তা মেরামতের জন্য দ্বারস্থ হয়েছে তারপরেও হয়নি সুরাহা। সামনেই আবার বর্ষা কাল আসছে তাই আতঙ্কিত হয়ে গোপালপুর গ্রামের গ্রামবাসীরা চাঁদা তুলে মোরাম দিয়ে রাস্তা সারাইয়ের কাজে লেগেছে। শনিবার সকল গ্রামবাসী একজোট হয়ে এই রাস্তা মেরামত তৈরি করতে শুরু করেছে। কারও হাতে ঝুড়ি কারও হাতে কোদাল এভাবেই সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তার সংস্কার করার কাজ। তাদের দাবি প্রশাসন দেখেনি তাই তারা এই কাজ করতে বাধ্য হয়েছে।

advertisement

আরও পড়ুনBank Fraud: সরকারি চাকুরের ব্যাঙ্ক থেকে উধাও লক্ষ লক্ষ টাকা! ১১ বার হয়েছে লেনদেন, একবারও টের পাননি

স্থানীয় বুথ সদস্য তথা মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সঞ্জয় মন্ডল জানান এই রাস্তা তৈরি করার জন্য তিনি নিজেও টাকা দিয়েছেন, গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই ধীরে ধীরে বিভিন্ন জায়গার কাজ শুরু করেছে এই গ্রামেও আগে কাজ হয়েছে তবে এই রাস্তাটির পথশ্রী প্রকল্পে প্রস্তাব পাঠানো হয়েছে কেন এখনো হয়নি তার উত্তর তার কাছে নেই। তবে তিনি দাবি করেন বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন এবং পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ থেকে হলেও এই রাস্তার সমস্যার সমাধান হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ষার আগে আতঙ্কিত গ্রামবাসীরা, নিজেরাই চাঁদা তুলে শুরু করল রাস্তা তৈরি কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল