ধৃতদের নাম, রোহিত মণ্ডল, অজয় বিশ্বাস এবং দেব বিশ্বাস। তিনজনেরই বাড়ি সোনারপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেশার জন্য টাকা জোগাড় করতেই তাঁরা এই চুরিগুলি করছিলেন। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আরও তথ্য ও সম্ভাব্য যোগসাজশ জানতে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।
আরও পড়ুনঃ হেডফোন কিনতে বেরিয়ে নিখোঁজ! এলাকার খাল থেকে মিলল যুবকের মৃতদেহ, আটক ৩ সহকর্মী
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে সোনারপুর এলাকার বিভিন্ন দোকান, বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছিল বিভিন্ন জিনিস। এই চোরেদের দৌরাত্ম্যে ব্যবসা করা কার্যত অসম্ভব হয়ে উঠছিল। একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রাতের অন্ধকারে এই ধরনের চুরির ঘটনাগুলি ঘটছিল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে বারুইপুর এলাকায় আবার টোটো চুরি হয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে দু’টি টোটো থেকে দশটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। সেগুলির বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা। ব্যবসায়ী জানান, এলাকায় এইভাবে চুরি হলে ব্যবসা করা কার্যত অসম্ভব। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে চুরি যাওয়া সামগ্রী ফিরিয়ে দিক। তাঁর প্রশ্ন, টোটোর ব্যাটারি সব চুরি হয়ে গিয়েছে, কীভাবে ব্যবসা করব? সময়মতো জিনিসপত্র পৌঁছতে না পারলে সমস্ত অর্ডার ক্যানসেল হয়ে যাবে।






