TRENDING:

Baba Loknath Dham: কচুয়াধামের বিশেষ আরাধণা, বাবা লোকনাথের পুজো যা ছাড়া সম্ভব নয়

Last Updated:

North 24 Parganas News: পুজোর জন্য প্রতিদিন মন্দির সকাল আটটায় খোলা হয় এবং দুপুর বারোটায় বন্ধ করা হয়। তারপর বিকেল তিনটায় খোলা হয় এবং রাত আটটায় বন্ধ করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: বাবা লোকনাথ! জ্ঞানী, শাস্ত্রজ্ঞ, এক দীব্যপুরুষ। “রণে বনে জলে জঙ্গলে, যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব” – বাবা লোকনাথের এই উক্তিটি অনেকেই মনে প্রাণে জপে নিয়েছেন। লোকনাথের এই বাণী স্মরণ করে অনেকে কঠিন পরিস্থিতি ও দুর্গম পথও অতিক্রম করে এসেছেন। খুব সহজেই প্রসন্ন হন বাবা লোকনাথ। ভক্তদের সাহায্যের জন্য সর্বদা এগিয়ে থাকেন তিনি।
advertisement

কথিত আছে, মন দিয়ে বাবা লোকনাথের নাম স্মরণ করলে, সত্যিই যে কোনও বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। অথচ তিনি কোনও দেবতা নন। জ্ঞানী, শাস্ত্রজ্ঞ, এক দীব্যপুরুষ যিনি নিজেকে কখনই ঈশ্বরের আসনে প্রতিষ্ঠা করতে চাননি। তাঁর না আছে তথাকথিত শিষ্যকুল, না আছে কোনও ধর্মীয় সংগঠন। স্রেফ ভক্তের বিশ্বাসে তিনি হয়ে উঠেছেন ভগবান।

advertisement

আরও পড়ুনOld Temple History: হাজার বছরের পুরানো মন্দির, এলে ভক্তি বাড়বে, স্বাদ মিলবে ইতিহাসের, বাংলার কোথায়

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার কচুয়ায় অবস্থিত লোকনাথ মন্দির। সেই মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত পুজো দিতে উপস্থিত হন। ছুটির দিন ও বিশেষ তিথিতে ভিড় আরও বাড়ে। তবে কচুয়া লোকনাথ বাবার মন্দিরে কিভাবে যাবেন এবং পুজোর দেওয়ার নিয়ম জানেন কী! ঘরোয়া সাধারণ উপকরণেই সম্পন্ন করা হয় বাবা লোকনাথের পুজো এবং উপাসনা।

advertisement

View More

উত্তর ২৪ পরগনা জেলার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল তাঁর। অনেকে মনে করেন বাবা লোকনাথ হলেন স্বয়ং দেবাধিদেব মহাদেবের অবতার। পুজোর মূল ফুল হতে হবে সাদা রঙের। যে কোনও সাদা ফুল তাঁর পুজোয় দেওয়া যায়। বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নীল শাপলা বা নীল শালুক ফুল। তাঁর চরণে নিবেদন করুন এই ফুল। পুজোর জন্য প্রতিদিন মন্দির সকাল আটটায় খোলা হয় এবং দুপুর বারোটায় বন্ধ করা হয়। তারপর বিকেল তিনটায় খোলা হয় এবং রাত আটটায় বন্ধ করা হয়। প্রতিদিনই ভোগের ব্যবস্থা থাকে, পুজোর ব্যবস্থা আছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baba Loknath Dham: কচুয়াধামের বিশেষ আরাধণা, বাবা লোকনাথের পুজো যা ছাড়া সম্ভব নয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল