আরও পড়ুন: নাগা সাধুদের বিদ্যুৎ বিল মুকুব না করায় ক্ষোভ
বাঁকুড়া শহরের অডিটোরিয়াম প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের আয়ুষ শাখার উদ্যোগে ১৭ তারিখ শুরু হয়েছে এই শরীর ভাল করার মেলা। এখানে থাকছে নানান ভেষজ গাছের প্রদর্শনী, ভেষজ চারা বিতরণ কেন্দ্র, যোগ চিকিৎসা শিবির, হোমিপ্যাথি চিকিৎসা শিবির। উল্লেখ্য আয়ুষ চিকিৎসা ব্যবস্থা বাঁকুড়া জেলাজুড়ে চালু রয়েছে দীর্ঘদিন। সারা বছর জুড়ে ৪২ টি আয়ুষ ক্লিনিকে প্রায় দেড় লক্ষের কাছাকাছি রোগী চিকিৎসা করান বলে জানিয়েছেন সিএমওএইচ শ্যামল সরেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
‘আয়ুষ্মান ভব’ পথ নাটকের মধ্য দিয়ে মেলার সূচনা হয়। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্করা ভিড় জমান মেলা প্রাঙ্গণে। মেলায় ঘুরতে আসা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জানান, সামাজিক মাধ্যমে এবং টিভিতে আমরা অনেকেই দেখতে পাই যে মানুষকে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত উপদেশ দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। তবে আয়ুষ-মেলায় এসে এসে বুঝতে পারলাম কোন খাবারগুলি খাওয়া উচিত এবং কোনগুলি খাওয়া উচিত নয়। জানতে পারলাম ভেষজ উদ্ভিদের গুণাবলী।
নীলাঞ্জন ব্যানার্জী