এইরকম একটি মেলা আয়োজিত হল ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার উদ্যোগে কুলপি গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনায় চক দুলালপুর অরুনাদয় সংঘের ফুটবল মাঠে।আয়ুষ মেলার সূচনার পর পায়রা ওড়ানো হয় সেখানে। আয়ুষ মেলা কি ও এর গুরুত্ব কি তা নিয়ে প্রথমে স্বাগত ভাষণ দেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিক পুরঞ্জন কুমার চৌধুরী। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার ১৩ টি ব্লকের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা এই মেলায় উপস্থিত ছিলেন।
advertisement
আরও পড়ুন: গঙ্গাসাগরের প্লাস্টিক আর ফেলে দেবে না প্রশাসন, এবার লাগাবে এই বিশেষ কাজে
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার বলেন, “আমরা সবাই তো কেউ অ্যালোপ্যাথি, আবার কেউ হোমিওপ্যাথি চিকিৎসা করি। কিন্তু এর বাইরে তো কিছু চিকিৎসা আছে। সেটার দিকে আমরা বিশেষ গুরুত্ব দিই না। সেটা হল যোগা। যোগ ব্যায়ামের মধ্যে দিয়ে চিকিৎসা করে অনেক রোগ নিরাময় হয়। যেটা বাড়িতে বসে বসেই করা যায়। আগেও এটা হত। এখন আমরা সেটা ভুলে গিয়েছি। সেটাকে জাগিয়ে তোলার জন্য এই আয়ুষ মেলার আয়োজন।”
উল্লেখ্য, এই আয়ুষ মেলায় আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, অন্বেষা, ইউনানী, সচেতনতা, যোগা ও নাচারোপ্যাথি চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথি ঔষধ, আয়ুর্বেদিক ঔষধ, ভেষজ উদ্ভিদ প্রদর্শন বিতরণ, সংক্রামক রোগ, অসংক্রামক রোগের ক্লিনিকের সঙ্গে মেলা কার্যালয় ও সহায়তা কেন্দ্র নিয়ে মোট ১২ টি স্টল বসানো হয়।
নবাব মল্লিক