TRENDING:

Purulia News : নতুন জীবনের হাতছানি, দু’ চোখে একরাশ স্বপ্ন নিয়ে প্রস্তুতির জন্য অযোধ্যা পাহাড়ে জড়ো হলেন একদল তরুণ তরুণী

Last Updated:

Purulia News : পিছিয়ে পড়া আদিবাসী ছেলে-মেয়েরা পাবে সরকারি চাকরির সুযোগ, শুরু হল নির্বাচন প্রক্রিয়া!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েদের জন্য চাকরির সুযোগ করে দিচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ। অযোধ্যা পাহাড়ের আদিবাসী যুবক-যুবতীদের পুলিশ ও সেনাবাহিনীতে চাকরির জন্য তিনমাস ব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষকের ভূমিকায় দেখা যাবে জেলা পুলিশকে। ইতিমধ্যেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হিলটপে আবাসিক ক্যাম্পে যোগ দেওয়ার জন্য জড়ো হতে দেখা যায় এক ঝাঁক যুবক-যুবতীদের। বৃষ্টিকে উপেক্ষা করেই চলে এই নির্বাচন প্রক্রিয়া। ‌
আবাসিক ক্যাম্পের নির্বাচন প্রক্রিয়া শুরু
আবাসিক ক্যাম্পের নির্বাচন প্রক্রিয়া শুরু
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ক্যাম্পে যোগদানের জন্য প্রায় ২৮০ জন আবেদন করেছিল। তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে ২০৮ জনকে ডাকা হয়েছিল ক্যাম্পে। এইদিন চলে তাদের ইন্টারভিউ রাউন্ড। আর সেখান থেকেই ৫০ জনকে বাছাই করে আবাসিক ক্যাম্পে ট্রেনিং-এর সুযোগ দেওয়া হবে।

রাজ্য কলকাতা পুলিশ , সিআরপিএফ, বিএসএফ ও সেনাবাহিনীতে যোগদানের জন্য শারীরিক , মৌখিক ও লিখিত পরীক্ষার সমস্ত প্রশিক্ষণ দেবে জেলা পুলিশ অন্যান্য আধিকারিকেরা। পুরুলিয়া জেলা পুলিশের ‘পথের দিশা’ প্রকল্পের অন্যতম অংশ হয়ে উঠতে চলেছে এই প্রশিক্ষণ। ইতিমধ্যেই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে এর ফলে অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েরা সরকারি চাকরির সুযোগ পাবে।

advertisement

আরও পড়ুন : তুলোয় মাখিয়ে জাস্ট কয়েক ফোঁটা দাঁতের কালো গর্তে! মুহূর্তে ভ্যানিশ চোখে জল আনা যন্ত্রণা!

এ বিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বলেন, অযোধ্যা পাহাড়ের ছেলে-মেয়েরা যদি সঠিকভাবে সুযোগ পায় তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবে সেই কারণেই এই প্রশিক্ষণ। এর ফলে পাহাড়ের ছেলে-মেয়েরা কাজের সুযোগ পাবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

পুরুলিয়া জেলা পুলিশের এই উদ্যোগে পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকার যুবক-যুবতীরা এই আবাসিক ক্যাম্পের ফলে কর্মসংস্থানের নতুন দিশা খুঁজে পাবেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : নতুন জীবনের হাতছানি, দু’ চোখে একরাশ স্বপ্ন নিয়ে প্রস্তুতির জন্য অযোধ্যা পাহাড়ে জড়ো হলেন একদল তরুণ তরুণী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল