আরও পড়ুন: সরস্বতী পুজোয় ওঁদের কপাল পুড়বে? সবাই কী বলছে
আসানসোলের ৫৪ নম্বর ওয়ার্ড এলাকার ছিন্নমস্তা মন্দির সংলগ্ন এলাকায় বাড়ি শ্বেতা প্রসাদের। ছবি আঁকতে তিনি ওস্তাদ। তবে একটু অন্য ঘরানার ছবিতেই তিনি বিশ্বাসী। সে কারণেই তিনি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এই ছবিটি তৈরির পরিকল্পনা করেছিলেন। রাম দরবারের ছবি আঁকতে চেয়েছিলেন রাম পুজোর মন্ত্র দিয়ে। সেজন্য বেছে নেন সুন্দর কাণ্ডের ৬০ টি দোঁহা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শেষ পর্যন্ত নিজের এই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে তিনি সফল হয়েছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শিল্পী শ্বেতা প্রসাদ জানান, রামমন্দির উদ্বোধনের আগেই এই ছবিটি সম্পূর্ণ করার ইচ্ছে ছিল। কিন্তু এই ছবিটি তৈরি করতে অতি সূক্ষ্মভাবে কাজ করতে হয়েছে। দোঁহাগুলিকে অতি সূক্ষ্মভাবে লিখতে হয়েছে। সে কারণে সময় লেগেছে বেশি। তাই একমাস সময় লেগেছে। এই ছবি এখন সকলের নজর কাড়ছে। উল্লেখ্য, এর আগেও শ্বেতা প্রসাদ বেশ কিছু ছবি এঁকেছেন। যেগুলি সহজেই মানুষের নজর কাড়তে সক্ষম। হনুমান চালিশার মন্ত্র দিয়ে তিনি সঙ্কট মোচনের ছবি এঁকেছেন। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিক কর্মকাণ্ডকে শামিল করে ফুটিয়ে তুলেছেন প্রধানমন্ত্রীর মুখাবয়ব।
নয়ন ঘোষ





