TRENDING:

North 24 Parganas News: কোনও ঘোষণা নেই! আচমকা বন্ধ হয়ে গেল এই রুটের সব অটো... চরম ভোগান্তি!

Last Updated:

প্রতিবাদে মধ্যমগ্রাম অটো ইউনিয়ন সংগঠনের সম্পাদকের পদ থেকে ইস্তফাও দেন কুমারেশ চক্রবর্তী। যদিও এখনও বিষয়টি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: শুক্রবার দিনভর চরম হয়রানির শিকার হলেন নিত্যযাত্রীরা। এদিন মধ্যমগ্রাম থেকে চলল না কোনও রুটের অটো। প্রায় ১১০ টি অটো এদিন পুরোপুরি বন্ধ রাখল পরিষেবা। আর তার জেরেই সারাদিন তুমুল দুর্ভোগে পড়লেন অফিসফেরত যাত্রীরা।
বন্ধ অটো পরিষেবা
বন্ধ অটো পরিষেবা
advertisement

পূর্ব ঘোষণা ছাড়াই এমনভাবে পরিষেবা বন্ধ রাখায় চরম সমস্যা তৈরি হয়েছে মধ্যমগ্রাম জুড়ে। জানা গিয়েছে, মধ্যমগ্রাম রুটে মোট ১১০টি অটো চলাচল করে। বিভিন্ন রুটে চলাচল করলেও, মধ্যমগ্রাম-সোদপুর রুটে ১১০টি অটোর সঙ্গে আরও অতিরিক্ত নতুন দশটি অটোকে এই রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় দলের তরফে। আর তাতেই বেঁকে বসেন ইউনিয়নের সকলে। বিষয়টি নিয়ে চাপ সৃষ্টি হলে অটোচালক ও মালিকপক্ষ সিদ্ধান্ত নেয় অটো পরিষেবা বন্ধ রাখার। তার জেরেই এদিন মধ্যমগ্রাম জুড়ে চলল না কোনও অটো।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কঠোর পরিশ্রমে ব্যস্ত ডেলিভারি বয়রা এবার পেলেন মধুর ভাইফোঁটার স্পেশাল আনন্দ
আরও দেখুন

প্রতিবাদে মধ্যমগ্রাম অটো ইউনিয়ন সংগঠনের সম্পাদকের পদ থেকে ইস্তফাও দেন কুমারেশ চক্রবর্তী। যদিও এখনও বিষয়টি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। রাতে মন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের কথা রয়েছে অটো ইউনিয়নের, এমনটাই সূত্র মারফত খবর। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগড়ে দিয়েছেন মধ্যমগ্রামের নাগরিকরা। সে ক্ষেত্রে প্রশাসনের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয় এখন সেদিকেই তাকিয়ে সকলে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কোনও ঘোষণা নেই! আচমকা বন্ধ হয়ে গেল এই রুটের সব অটো... চরম ভোগান্তি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল