যদিও অডিও ক্লিপের কণ্ঠস্বর যে তাঁরই ছিল সে কথা মেনে নিয়ে অগ্নিমিত্রা পাল রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, যেখানে আসানসোলে জেতার মতো অবস্থায় ছিল বিজেপি। সেখানে কিভাবে তিনি পরাজিত হলেন সে ব্যাপারে অনুসন্ধান তো করতেই হবে। এই বক্তব্যের একদিন কাটতে না কাটতেই নিজের বক্তব্য থেকে সরে এসে সোমবার তিনি বললেন, ওই কণ্ঠস্বর তাঁর নয়! ভাইরাল হওয়া অডিও ক্লিপ প্রসঙ্গে দায় চাপালেন তৃণমূলের আইটি সেলের ওপর। বললেন, ' আমার কন্ঠস্বর বিকৃত করে আমাকে ও আমার দলকে অপদস্থ করা হয়েছে।'
advertisement
রবিবার যে অডিও ক্লিপ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, পরের দিনই ওই কণ্ঠস্বরকে নিজের বলে মানতে রাজি নন তিনি। ' ভোটে গেরুয়া শিবিরের যে নেতৃত্বরা দায়িত্বে ছিলেন তাদের আসল ভূমিকা কী ছিল তা খুঁজে বের করা দরকার। সে কারণেই বিভিন্ন মহলে খোঁজখবর নেওয়া প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদেই বিভিন্নভাবে আমি এবং আমার দল অনুসন্ধান চালাচ্ছে' । এমনটাও জানিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। পদ্ম শিবিরের দাপুটে নেত্রী অগ্নিমিত্রা তাঁরই দলের দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে সন্দেহ প্রকাশের অডিও ক্লিপের সত্যতা প্রথমে স্বীকার করলেও পরে অস্বীকার করে দলীয় কোন্দল ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। অগ্নিমিত্রার কথায়,' তৃণমূল যতই বিজেপিকে অপদস্ত করার চেষ্টা করুক না কেন। 2024 এ আসানসোল সহ অন্যান্য লোকসভা কেন্দ্রগুলিতে মোদিজিরই জয় জয়াকার হবে'। পদ্ম শিবিরের অগ্নিমিত্রার এই কথা শুনে জোড়া ফুল শিবিরের খোঁচা,' স্বপ্ন দেখা ভাল। কিন্তু উনি দিবা স্বপ্ন দেখছেন'।