শনিবার সকালে হামলা এড়াতেই সুজন চক্রবর্তীর নেতৃত্বেই মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন সিপিআইএম কর্মীরা ৷ এসডিও অফিসে পৌঁছনোর ঠিক আগে লাঠি, বাঁশ নিয়ে মিছিলের উপর চড়াও হয় দুষ্কৃতিরা ৷ এলোপাথারি লাঠি ও বাঁশের বাড়ি খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল ৷ আহত হন সুজন চক্রবর্তী সহ সিপিআইএম কর্মীরা ৷ হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও মাথায় হেলমেট পড়ে হামলা চালানোয় দুষ্কৃতিদের কাউকেই চিহ্নিত করা যায়নি ৷
advertisement
গতকাল পুরুলিয়ায় সিপিআইএম-এর মিছিলে হামলা চালায় দুষ্কৃতিরা ৷ আক্রান্ত হন প্রাক্তন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় হামলার মুখে পড়েন তারা। বুকে আঘাত পান বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেববাবু। পুরুলিয়া হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মাথা ফাটে কয়েকজন সিপিএম কর্মীর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 07, 2018 1:36 PM IST