TRENDING:

পূর্ব বর্ধমানে মৃত পাঁচ ! একই দিনে রাজ্যে বাজ পড়ে মৃত্যু হল ১৭ জনের

Last Updated:

পূর্ব বর্ধমান জেলার মাধবডিহিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে সনাতন পাত্র নামে এক কৃষকের। তাঁর বয়স ৬০ বছর। বাড়ি মাধবডিহি গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শরদিন্দু ঘোষ, বর্ধমান: বৃহস্পতিবার বেলা ১২টায় নেমে এসেছিল সন্ধ্যার আঁধার। তার সঙ্গে শুরু হল পর পর বজ্রপাত। আলোর ঝলকানির শব্দের সঙ্গে বিকট শব্দ। তাতেই মৃত্যু হল বেশ কয়েকজনের। রাজ্য জুড়ে বৃহস্পতিবারের বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৭ জনের। তার মধ্যে পূর্ব বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। এই জেলায় আহত হয়েছেন আরও পাঁচ জন। এছাড়া বাঁকুড়া জেলায় ৯ জন, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ও দক্ষিণ দিনাজপুরে ১ জন বজ্রপাতে প্রাণ হারিয়েছেন।
রাজ্যে বাজ পড়ে মৃত্যু (Representative Image)
রাজ্যে বাজ পড়ে মৃত্যু (Representative Image)
advertisement

পূর্ব বর্ধমান জেলার মাধবডিহিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে সনাতন পাত্র নামে এক কৃষকের। তাঁর বয়স ৬০ বছর। বাড়ি মাধবডিহি গ্রামে। মাধবডিহি থানার আলমপুরে জমিতে চাষ করার সময় বাজ পরে তাঁর মৃত্যু হয়। মাধবডিহি থানার শেরপুরে জমিতে চাষ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় পরিমল দাস( ৩৫) নামে এক যুবকের। তাঁর বাড়ি খণ্ডঘোষ থানার মুইধারাতে।

advertisement

আরও পড়ুন– সাহসী দৃশ্যে দুর্ধর্ষ অভিনয় ! কন্যাকে স্বীকার করতে চাননি মা-বাবাও, পায়ে ধরে কান্নায় পর্যন্ত লুটিয়ে পড়েছিলেন এই অভিনেত্রী

রায়নায় বাজ পড়ে মৃত্যু হয়েছে অভিজিৎ সাঁতরা নামে পঁচিশ বছর বয়সী এক যুবকের। তাঁর বাড়ি রায়না থানার তেণ্ডুলে। তিনিও জমিতে চাষের কাজ করছিলেন। সেসময় বাজ পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মঙ্গলকোটে মৃত্যু হয়েছে বুড়ো মাড্ডি (৬৪)-র। তাঁর বাড়ি মঙ্গলকোটের চানক গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষ্ণপুরে। জমিতে চাষ করার সময় বাজ পড়লে তাঁর মৃত্যু হয়।

advertisement

আউসগ্রাম থানার দিয়াশা হাটমারা মাঠে চাষের কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় রবীন টুডু( ২৫)-র। তাঁর বাড়ি আউসগ্রাম থানার বেলাড়ি তাঁতপুকুর এলাকায়। এছাড়াও ভাতারের ভূমশোড় এলাকায় জমিতে চাষ করার সময় বাজ পরে আহত হয় চার জন এবং মাধবডিহি থানার শেরপুড়ে জমিতে চাষের কাজ করার সময় আহত হয় আরও এক জন।

advertisement

আরও পড়ুন– রাশিফল ২৫ জুলাই, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, দিনের বেলা বাজ পড়াতেই এতো বেশি মানুষের  মৃত্যু হয়েছে। এই সময়টায় গ্রামের অনেকেই কৃষি কাজে ব্যস্ত থাকেন। অনেকে গরু চড়াতে যান। সেই সময় বাজ পড়ায় এতো মানুষের মৃত্যু হল। মৃতদের পরিবার যাতে খুব তাড়াতাড়ি ক্ষতিপূরণ পান তার ব্যবস্থা করা হচ্ছে। সেইসঙ্গে বজ্রপাতের সময় হতাহত ঠেকাতে মানুষকে সচেতন করার কাজে জোর দেওয়া হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পূর্ব বর্ধমানে মৃত পাঁচ ! একই দিনে রাজ্যে বাজ পড়ে মৃত্যু হল ১৭ জনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল