সাহসী দৃশ্যে দুর্ধর্ষ অভিনয় ! কন্যাকে স্বীকার করতে চাননি মা-বাবাও, পায়ে ধরে কান্নায় পর্যন্ত লুটিয়ে পড়েছিলেন এই অভিনেত্রী

Last Updated:
লে রাখা ভাল যে, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ইংরাজি ছবি ‘আই থিঙ্ক আই লাভ মাই ওয়াইফ’ ছবির রিমেক ছিল এটি। আবার ১৯৭২ সালের একটি ফরাসি ছবিরই সংস্করণ এই ইংরাজি ছবিটিও। 
1/6
প্রায় ৬ বছর আগে অর্থাৎ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় ছবি ‘আই লাভ ইউ’-তে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী রচিতা রামকে। সেই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন উপেন্দ্র। বলে রাখা ভাল যে, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ইংরাজি ছবি ‘আই থিঙ্ক আই লাভ মাই ওয়াইফ’ ছবির রিমেক ছিল এটি। আবার ১৯৭২ সালের একটি ফরাসি ছবিরই সংস্করণ এই ইংরাজি ছবিটিও। যাইহোক, কন্নড় ‘আই লাভ ইউ’ ছবির প্রেক্ষাপটে স্থান পেয়েছে সন্তোষ এবং ধর্মিকার সম্পর্ক। আসলে সন্তোষের জীবনে প্রবেশ করেছেন ধর্মিকা। এরপর নায়িকার জীবনে যা ঘটে, সেটা আলাদা বিষয়।
প্রায় ৬ বছর আগে অর্থাৎ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় ছবি ‘আই লাভ ইউ’-তে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী রচিতা রামকে। সেই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন উপেন্দ্র। বলে রাখা ভাল যে, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ইংরাজি ছবি ‘আই থিঙ্ক আই লাভ মাই ওয়াইফ’ ছবির রিমেক ছিল এটি। আবার ১৯৭২ সালের একটি ফরাসি ছবিরই সংস্করণ এই ইংরাজি ছবিটিও। যাইহোক, কন্নড় ‘আই লাভ ইউ’ ছবির প্রেক্ষাপটে স্থান পেয়েছে সন্তোষ এবং ধর্মিকার সম্পর্ক। আসলে সন্তোষের জীবনে প্রবেশ করেছেন ধর্মিকা। এরপর নায়িকার জীবনে যা ঘটে, সেটা আলাদা বিষয়।
advertisement
2/6
যদিও এই ছবিটি রীতিমতো ভালবাসা দিয়ে গ্রহণ করেছিলেন দর্শকরাও। তবে প্রিয় তারকাদের অভিনয় কিন্তু তাঁদের মন কেড়ে নিতে পারেনি। ২০১৩ সাল থেকে ছবি করছেন রচিতা। ইনস্টাগ্রামে এই কন্নড় অভিনেত্রীর অনুগামীর সংখ্যা সবথেকে বেশি। ‘বুলবুল’ ছবিতে কাবেরী চরিত্রে ডেবিউ করেছিলেন রচিতা। এর পাশাপাশি একাধিক টিভি ধারাবাহিক এবং মিউজিক ভিডিও-য় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এদিকে ছবির চিত্রনাট্যের প্রয়োজনে এক সাহসী দৃশ্যে অভিনয় করতে হয়েছিল রচিতাকে। যদিও মেয়ের এহেন কাণ্ড একেবারেই মেনে নিতে পারেননি অভিনেত্রীর মা-বাবা।
যদিও এই ছবিটি রীতিমতো ভালবাসা দিয়ে গ্রহণ করেছিলেন দর্শকরাও। তবে প্রিয় তারকাদের অভিনয় কিন্তু তাঁদের মন কেড়ে নিতে পারেনি। ২০১৩ সাল থেকে ছবি করছেন রচিতা। ইনস্টাগ্রামে এই কন্নড় অভিনেত্রীর অনুগামীর সংখ্যা সবথেকে বেশি। ‘বুলবুল’ ছবিতে কাবেরী চরিত্রে ডেবিউ করেছিলেন রচিতা। এর পাশাপাশি একাধিক টিভি ধারাবাহিক এবং মিউজিক ভিডিও-য় অভিনয় করেছেন এই অভিনেত্রী। 
এদিকে ছবির চিত্রনাট্যের প্রয়োজনে এক সাহসী দৃশ্যে অভিনয় করতে হয়েছিল রচিতাকে। যদিও মেয়ের এহেন কাণ্ড একেবারেই মেনে নিতে পারেননি অভিনেত্রীর মা-বাবা।
advertisement
3/6
এই ছবি মুক্তির পরে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী রচিতার বক্তব্য এবং ভিজ্যুয়াল ভাইরাল হয়ে গিয়েছিল। যেখানে তিনি জানিয়েছিলেন যে, কীভাবে একটি ছবি তাঁর জীবনকে পরিবর্তন করে দিয়েছিল! সেদিনের সেই মুহূর্তের স্মৃতিচারণ করে ওই ভিডিও-য় অভিনেত্রীকে কান্নায় ভেঙে পড়তে পর্যন্ত দেখা গিয়েছিল। রচিতা জানিয়েছিলেন যে, সেই সময় নিজের মা-বাবার কাছে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছিল তাঁকে। অভিনেত্রীর বক্তব্য, সেই চরিত্রটিতে অভিনয় করেও তাঁর কোনও আপোসই নেই। যদিও মা-বাবার কাছে তিনি সেই ছোট্ট শিশুটিই রয়েছেন।
এই ছবি মুক্তির পরে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী রচিতার বক্তব্য এবং ভিজ্যুয়াল ভাইরাল হয়ে গিয়েছিল। যেখানে তিনি জানিয়েছিলেন যে, কীভাবে একটি ছবি তাঁর জীবনকে পরিবর্তন করে দিয়েছিল! সেদিনের সেই মুহূর্তের স্মৃতিচারণ করে ওই ভিডিও-য় অভিনেত্রীকে কান্নায় ভেঙে পড়তে পর্যন্ত দেখা গিয়েছিল। রচিতা জানিয়েছিলেন যে, সেই সময় নিজের মা-বাবার কাছে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছিল তাঁকে। অভিনেত্রীর বক্তব্য, সেই চরিত্রটিতে অভিনয় করেও তাঁর কোনও আপোসই নেই। যদিও মা-বাবার কাছে তিনি সেই ছোট্ট শিশুটিই রয়েছেন।
advertisement
4/6
রচিতা বলেন যে, এই ধরনের চরিত্র করতে হয়েছে বলে তাঁর মা-বাবা অসন্তোষ প্রকাশ করেছিলেন। রচিতার মায়ের কথায়, “আমি অভিনেত্রী হিসেবে তোমায় গ্রহণ করতে পারি। কিন্তু তোমায় আমি আর আমার মেয়ে হিসেবে দেখতে পারব না।”
রচিতা বলেন যে, এই ধরনের চরিত্র করতে হয়েছে বলে তাঁর মা-বাবা অসন্তোষ প্রকাশ করেছিলেন। রচিতার মায়ের কথায়, “আমি অভিনেত্রী হিসেবে তোমায় গ্রহণ করতে পারি। কিন্তু তোমায় আমি আর আমার মেয়ে হিসেবে দেখতে পারব না।”
advertisement
5/6
রচিতা আরও স্পষ্ট করে দিয়ে জানান যে, তিনি সঙ্গে সঙ্গে মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে নিয়েছিলেন। মা-বাবাকে আশ্বস্ত করে তাই রচিতা জানিয়েছিলেন যে, এই ধরনের চরিত্রে আর অভিনয় করবেন না তিনি। এই কথা বলে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, “আমার বাবা আমাকে সেই ছোট্ট মেয়েটা হিসেবেই দেখেন। আমি এখনও আমার বাবার কাছে ক্ষমা চাই। নিজের চোখের জল ধরে রাখতে পারি না। ওঁরাও আমার যন্ত্রণাটা বোঝেন।” 
রচিতা আরও স্পষ্ট করে দিয়ে জানান যে, তিনি সঙ্গে সঙ্গে মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে নিয়েছিলেন। মা-বাবাকে আশ্বস্ত করে তাই রচিতা জানিয়েছিলেন যে, এই ধরনের চরিত্রে আর অভিনয় করবেন না তিনি। এই কথা বলে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, “আমার বাবা আমাকে সেই ছোট্ট মেয়েটা হিসেবেই দেখেন। আমি এখনও আমার বাবার কাছে ক্ষমা চাই। নিজের চোখের জল ধরে রাখতে পারি না। ওঁরাও আমার যন্ত্রণাটা বোঝেন।” 
advertisement
6/6
রচিতার কথায়, “আমার কাছে আমার পরিবারই সব কিছু। পরিবারের পরে সব কিছু। আমার বাবা বলেছিলেন যে, আমি একটা শিশুর মতো। সেটাই আমার উপর খারাপ প্রভাব ফেলেছিল। তাঁদের সামনে অবশ্য সেটা প্রকাশ করিনি। আমার সাধারণ ধারণা ছিল যে, আমি অনেকটা ছেলের মতোই।” প্রসঙ্গত রচিতার এক বোন রয়েছেন। নাম নিত্যা। তিনিও একজন অভিনেত্রী। তামিল ধারাবাহিক ‘নন্দিনী’-তে নন্দিনী এবং গঙ্গা দ্বৈত চরিত্রে অভিনয় করছেন নিত্যা। 
রচিতার কথায়, “আমার কাছে আমার পরিবারই সব কিছু। পরিবারের পরে সব কিছু। আমার বাবা বলেছিলেন যে, আমি একটা শিশুর মতো। সেটাই আমার উপর খারাপ প্রভাব ফেলেছিল। তাঁদের সামনে অবশ্য সেটা প্রকাশ করিনি। আমার সাধারণ ধারণা ছিল যে, আমি অনেকটা ছেলের মতোই।” প্রসঙ্গত রচিতার এক বোন রয়েছেন। নাম নিত্যা। তিনিও একজন অভিনেত্রী। তামিল ধারাবাহিক ‘নন্দিনী’-তে নন্দিনী এবং গঙ্গা দ্বৈত চরিত্রে অভিনয় করছেন নিত্যা। 
advertisement
advertisement
advertisement