TRENDING:

Durga Puja 2025: আড়ম্বরে ভাটা পড়লেও কমেনি জৌলুস, সাবেক পরিবারের ঠাকুরদালানে পূজিতা ৪৫০ বছরের প্রাচীন অষ্টধাতুর রাজ রাজেশ্বরী

Last Updated:

Durga Puja 2025:বছরের প্রত্যেকটি দিন মায়ের নিত্যপুজো সম্পন্ন করা হয়। দৈনন্দিন দেওয়া হয় অন্নভোগ। যদিও দুর্গাপুজা উপলক্ষে বিশেষ পুজোর সঙ্গে বিশেষ ভোগেরও আয়োজন করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঘুনাথগঞ্জ, তন্ময় মণ্ডল: প্রায় সাড়ে চারশো বছরের পুরনো রঘুনাথগঞ্জ মির্জাপুরের অষ্টধাতুর মা দুর্গা। এখানে মা রাজরাজেশ্বরী দুর্গা নামে খ্যাত। দীর্ঘকাল বন্দ্যোপাধ্যায় পরিবার এই পুজো চালিয়ে আসছে। কালের সঙ্গে আর্থিক অনটনের কারণে আড়ম্বরের ঘাটতি থাকলেও পুজোর নিয়ম নিষ্ঠায় কোনরকম পরিবর্তন ঘটেনি। বছরের প্রত্যেকটি দিন মায়ের নিত্যপুজো সম্পন্ন করা হয়। দৈনন্দিন দেওয়া হয় অন্নভোগ। যদিও দুর্গাপুজা উপলক্ষে বিশেষ পুজোর সঙ্গে বিশেষ ভোগেরও আয়োজন করা হয়।
advertisement

জানা গিয়েছে, মহালয়ার রাত্রিতে মায়ের অঙ্গরাগ করানো হয় প্রত্যেক বছর। মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদের দিন ঘট ভরে শুরু হয়ে যায় মা রাজরাজেশ্বরীর পুজোর শুভারম্ভ। প্রত্যেকদিনই মায়ের অন্নভোগের সঙ্গে মাছের ভোগও দেওয়া হয়। অষ্টমীর দিন মায়ের ভোগে থাকে ফল মিষ্টির পাশাপাশি লুচি এবং নিরামিষ তরকারি পাঁচ রকম ভাজা দিয়ে ভোগ দান।

advertisement

এই পরিবারের সদস্য সেবায়েত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘কালের নিয়মে এখন পুজোর জৌলুস হারালেও নিয়ম নিষ্ঠার মধ্যে কোনও ত্রুটি ঘাটতি পড়তে দিইনি আমরা। পূর্বপুরুষরা যে নিয়মনিষ্ঠার সঙ্গে পুজো করে গিয়েছেন, সেই ভাবেই মায়ের পুজো হয়ে থাকে প্রত্যেক বছর।’’

আরও পড়ুন : নামী দামি হেল্থ ড্রিঙ্কস ভুলে যান! এই ৫ ঘরোয়া খাবারের পঞ্চবাণেই হুড়মুড়িয়ে বাড়বে বাচ্চাদের উচ্চতা! লম্বা হবে দ্রুত!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

বিগত দিনে রঘুনাথগঞ্জের এই সাবেক পরিবারের পুরনো ভিটিতেই পূজিত হতেন দেবী। পরবর্তীতে নানা অসুবিধের কারণে সেখান থেকে মাকে মির্জাপুর নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, দেবী এখানে অষ্টধাতুর। এই বৃহৎ আকারের প্রতিমা হওয়ার কারণেই প্রশাসনেরও নজরদারি আছে এই প্রতিমার দিকে।  তাই পুজোর চারদিন চাইলে ঘুরে আসতে পারেন এই মন্দিরে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: আড়ম্বরে ভাটা পড়লেও কমেনি জৌলুস, সাবেক পরিবারের ঠাকুরদালানে পূজিতা ৪৫০ বছরের প্রাচীন অষ্টধাতুর রাজ রাজেশ্বরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল