আরও পড়ুন: এই গাড়িতেই সভায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী! কী বিশেষত্ব রয়েছে গাড়িতে, জানুন
প্রসঙ্গত, অশোকনগর কল্যাণগড় পৌরসভাকে গার্বেজ ফ্রি সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু তাই নয় ইতিমধ্যেই অশোকনগর কল্যাণগড় পুরসভার হিজলিয়া মোড় এলাকায় সরকারি জমিতে তৈরি করা হয়েছে সুবিশাল ডাম্পিং গ্রাউন্ড আর সেখানেই বিস্তীর্ণ এলাকার মানুষের প্রতিদিনের অ-ব্যবহৃত বর্জ্য পদার্থ জমা করা হয়। ৯০ হাজার মেট্রিক টন লিগাসি ওয়েস্ট থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক গুলিকে বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করে অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে, এখন এখান থেকেই সেই প্লাস্টিকের দ্রব্য পৌঁছে যাচ্ছে কারখানায়। আর সেখানেই বিশেষ পদ্ধতিতে জ্বালানির কাজে ব্যবহার করা হচ্ছে এই বর্জ্য থেকে বার হওয়া বিশেষ উপকরণ। যা অশোকনগর পুরসভার এক সাফল্য বলেই মনে করা হচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শুধু তাই নয় এখানকার বর্জ্য পদার্থ দিয়ে আরও বিভিন্ন ধরনের উপকরণ তৈরিরও চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। পচনশীল বস্তু থেকে সার তৈরি করেও পরবর্তীতে ব্যবসায়িকভাবে বিক্রির পরিকল্পনা রয়েছে পুরসভার। ধাপে ধাপে এগোচ্ছে কাজ, যদিও বিষয়টি সামনে আসতে উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেছেন অশোকনগরের মানুষজন।
Rudra Narayan Roy