জেলার পারদ নেমে যাওয়ায় শীতের দাপট এখন চোখে পড়ার মতো। রেকর্ড গড়া এই পারদ পতনে উত্তর ২৪ পরগনার কল্যাণগড় বাজার এলাকায় সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। রাস্তাঘাটে লোকজন কম থাকায়, সেই সুযোগে স্থানীয় দোকানদাররা অভিনব উদ্যোগ নেন- ৫ টাকায় আগুন পোহানোর ব্যবস্থা। নিজেরাই টাকা তুলে কাগজ-কাঠ জোগাড় করে, সঙ্গে গরম চায়ের আড্ডায় শীত ভুলতে দেখা যায় অনেককে।
advertisement
দক্ষিণবঙ্গে শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। ইতিহাস যেন নতুন করে ফিরে আসছে- ১৮৯৯ সালের ২০ জানুয়ারিতে কলকাতার তাপমাত্রা নেমেছিল ৬.৭ ডিগ্রিতে। এবারও কি সেই রেকর্ড ভাঙবে! চলছে সেই চর্চাও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ঠান্ডার দাপট এখনও থামার লক্ষণ নেই। এদিনও কলকাতার তাপমাত্রা আরও নেমেছে।
আরও পড়ুন- চরম ঠান্ডায় ৫ টাকাতেই এভাবে মিলছে উষ্ণতার পরশ! কল্যাণগড় বাজারের ব্যবসায়ীরা যা করলেন
ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় ট্রেন-বাস চলছে ধীর গতিতে। জেলার নানা প্রান্তে শীতের কনকনানীতে একদিকে যেমন চায়ের দোকানগুলিতে ভিড় পাশাপাশি মজার দোকানেও ভিড় লক্ষ্য করা গিয়েছে। বিগত কয়েক বছরে কলকাতা লাগোয়া এলাকার মানুষজনরা বলছেন, এমন ঠান্ডা না পড়ার কারণেই সেভাবেই শীত বস্ত্র কেনা হয়নি, যা এবছর কিনতে হচ্ছে। শীতের এই রোষ কতদূর যাবে, তা নিয়েই যেন বাড়ছে উদ্বেগ।





