এই নিয়ে এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করা হল। গত শুক্রবার রাতে কুলটি থানার নিয়ামতপুর রহমান পাড়ায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন জাভেদ বারিক। তিনি আসানসোল পৌরনিগমের এক অস্থায়ী কর্মী ছিলেন। এই শুটআউট কাণ্ডের প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন।
আরও পড়ুনঃ আবাস যোজনার ঘর এখনও মেলেনি, বৃষ্টিতে ভেঙে পড়ল তৃণমূল নেতার মাটির বাড়ি! অল্পের জন্য প্রাণরক্ষা
advertisement
ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে নিহত জাভেদ বারিকের খুড়ততো ভাই ইন্তেখাব আলমকে গ্রেফতার করে। এরপর এই ঘটনায় নিহতের খুড়ততো বোন ফারানাজ ও তাঁর গাড়ির চালক ফাইজলকে গ্রেফতার করা হল। এখনও পর্যন্ত এই খুনের ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।
গত শুক্রবার রাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হন জাভেদ বারিক নামে আসানসোল পৌরনিগমের এক অস্থায়ী কর্মী। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীদিনে এই শুটআউট কাণ্ডের তদন্তে কী মোড় আসে সেটাই দেখার।