TRENDING:

Garbage Tax: বাংলায় প্রথম আসানসোলে চালু হতে চলেছে বর্জ্য কর!

Last Updated:

Garbage Tax: শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নতুন আরও একটি সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। সূত্রের খবর, আসানসোল পুরসভা খুব শীঘ্রই বর্জ্য কর চালু করতে চায়। যাতে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: তীব্র দাবদাহের মধ্যে আসানসোল শহরের বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে জল সঙ্কট। বিশেষ করে কুলটিতে জল সঙ্কটের বড় অভিযোগ তুলেছেন স্থানীয়রা। কেন পুরনিগমের বিভিন্ন এলাকায় জল সঙ্কটের দেখা দিয়েছে তার উত্তর খুঁজছেন পুর কর্তারা। যে কারণে পুরনিগমের সদস্যদের সঙ্গে বিশেষ পর্যালোচনা বৈঠক করেছেন মেয়র।
advertisement

কিন্তু কু কারণে জল সঙ্কট? বৈঠকে বেশ কিছু কারণ উঠে এসেছে। যার মধ্যে অন্যতম জলের পাইপলাইনের সমস্যা। অভিযোগ, বিদ্যুৎ দফতরের কাজের কারণে অনেক জায়গার জলের পাইপলাইন ফেটে গিয়েছে। ফলে জল সরবরাহে বিঘ্ন ঘটছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পরিকল্পনা শুরু হয়েছে।

আর‌ও পড়ুন: মালদহের হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ দেদার বিক্রি হচ্ছে দিল্লির আম উৎসবে

advertisement

অন্যদিকে আসানসোল শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নতুন আরও একটি সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। সূত্রের খবর, আসানসোল পুরসভা খুব শীঘ্রই বর্জ্য কর চালু করতে চায়। যাতে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায় বা যেখানে সেখানে আবর্জনার স্তূপ দেখা না যায়। সূত্রের খবর, কীভাবে বর্জ্য কর লাগু করা হবে তা নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে।

advertisement

View More

জানা গিয়েছে, বর্জ্য কর লাগু করা প্রসঙ্গে ইতিমধ্যেই বণিক সংগঠনগুলি বিস্তর আলোচনা করেছে। সেখানে বনিক সংগঠনগুলির মতামত জানতে চেয়েছেন মেয়র। তবে সূত্রের খবর খুব শীঘ্রই এই বর্জ্য কর শহরে চালু করা হবে। কিন্তু কীভাবে এই কর লাগু করা হবে তা নিয়ে পর্যালোচনা চলছে। উল্লেখ্য, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ইতিমধ্যে ১০০০ অস্থায়ী সাফাই কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Garbage Tax: বাংলায় প্রথম আসানসোলে চালু হতে চলেছে বর্জ্য কর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল