কিন্তু কু কারণে জল সঙ্কট? বৈঠকে বেশ কিছু কারণ উঠে এসেছে। যার মধ্যে অন্যতম জলের পাইপলাইনের সমস্যা। অভিযোগ, বিদ্যুৎ দফতরের কাজের কারণে অনেক জায়গার জলের পাইপলাইন ফেটে গিয়েছে। ফলে জল সরবরাহে বিঘ্ন ঘটছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পরিকল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন: মালদহের হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ দেদার বিক্রি হচ্ছে দিল্লির আম উৎসবে
advertisement
অন্যদিকে আসানসোল শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নতুন আরও একটি সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। সূত্রের খবর, আসানসোল পুরসভা খুব শীঘ্রই বর্জ্য কর চালু করতে চায়। যাতে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায় বা যেখানে সেখানে আবর্জনার স্তূপ দেখা না যায়। সূত্রের খবর, কীভাবে বর্জ্য কর লাগু করা হবে তা নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে।
জানা গিয়েছে, বর্জ্য কর লাগু করা প্রসঙ্গে ইতিমধ্যেই বণিক সংগঠনগুলি বিস্তর আলোচনা করেছে। সেখানে বনিক সংগঠনগুলির মতামত জানতে চেয়েছেন মেয়র। তবে সূত্রের খবর খুব শীঘ্রই এই বর্জ্য কর শহরে চালু করা হবে। কিন্তু কীভাবে এই কর লাগু করা হবে তা নিয়ে পর্যালোচনা চলছে। উল্লেখ্য, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ইতিমধ্যে ১০০০ অস্থায়ী সাফাই কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম।
নয়ন ঘোষ