আরও পড়ুনঃ ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! রাতের অন্ধকারে পিষে দিল… রক্তে রাঙা দাসপুর
খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পরিবারের লোকেরাও সেখানে উপস্থিত হয়। গোপালকে অচেতন অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্ত্রী কমল দেবী বলেন “আমার স্বামী গোপালকে এর আগেও বেশ কয়েকবার রাস্তাঘাটে মারধর করেছিল। এরপরে সোমবার রাতে বোনের বাড়ি রাধা নগর যাওয়ার সময়ে গোপালকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক।” মৃতের স্ত্রী কমল দেবী আরও বলেন, “আমার স্বামীকে যারা মেরেছে তাদের সাজা চাই।”
advertisement
আরও পড়ুনঃ শুধু স্কুল-কলেজে নয়! সংশোধনাগারেও বাড়ছে বইয়ের ‘পোকা’
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কী কারণে খুন? কেন তাকে খুন করা হল? জানার চেষ্টা করছে পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডেপুটি কমিশনার অফ পুলিশ (ওয়েস্ট) সন্দীপ কাররা জানিয়েছেন, “মৃতের স্ত্রী আট জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাদের মধ্যে অভিযুক্ত অনিলের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে ও ঘটনার তদন্ত শুরু হয়েছে।”