TRENDING:

রাতের অন্ধকারে 'কারা' যেন গাড়িতে তুলে নিয়ে গেল! নিঝুম মাঠে পড়ে রইল দেহ, আসানসোলে হাড়হিম করা কাণ্ড

Last Updated:

সোমবার রাতে বোনের বাড়ি রাধা নগর যাওয়ার পথে গোপালকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, রিন্টু পাঁজাঃ এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল আসানসোলে। ঘটনাটি ঘটেছে কুলটি থানার চিনাকুরি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম গোপাল নুনিয়া। বয়স ৩৫ বছর। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত অনিল নুনিয়ার বিরুদ্ধে এর আগেও থানায় অভিযোগ ছিল এবং মৃত গোপাল নুনিয়ার বিরুদ্ধেও একটি অভিযোগ ছিল। মৃতের স্ত্রীর অভিযোগ, সোমবার রাতে এলাকার বেশ কয়েকজন লোক গোপাল নুনিয়াকে রাস্তা থেকে চার চাকা গাড়িতে করে তুলে নিয়ে যায়। এরপর তাকে মারধর করে শীতলপুরের মাঠের কাছে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা।
আসানসোলে এক ব্যক্তিকে পিটিয়ে খুন
আসানসোলে এক ব্যক্তিকে পিটিয়ে খুন
advertisement

আরও পড়ুনঃ ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! রাতের অন্ধকারে পিষে দিল… রক্তে রাঙা দাসপুর

খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পরিবারের লোকেরাও সেখানে উপস্থিত হয়। গোপালকে অচেতন অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্ত্রী কমল দেবী বলেন “আমার স্বামী গোপালকে এর আগেও বেশ কয়েকবার রাস্তাঘাটে মারধর করেছিল। এরপরে সোমবার রাতে বোনের বাড়ি রাধা নগর যাওয়ার সময়ে গোপালকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক।” মৃতের স্ত্রী কমল দেবী আরও বলেন, “আমার স্বামীকে যারা মেরেছে তাদের সাজা চাই।”

advertisement

আরও পড়ুনঃ শুধু স্কুল-কলেজে নয়! সংশোধনাগারেও বাড়ছে বইয়ের ‘পোকা’

View More

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কী কারণে খুন? কেন তাকে খুন করা হল? জানার চেষ্টা করছে পুলিশ।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ডেপুটি কমিশনার অফ পুলিশ (ওয়েস্ট) সন্দীপ কাররা জানিয়েছেন, “মৃতের স্ত্রী আট জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাদের মধ্যে অভিযুক্ত অনিলের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে ও ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের অন্ধকারে 'কারা' যেন গাড়িতে তুলে নিয়ে গেল! নিঝুম মাঠে পড়ে রইল দেহ, আসানসোলে হাড়হিম করা কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল