TRENDING:

ইকো-ফ্রেন্ডলি মণ্ডপে পাখির রাজ্য, প্রকৃতির ছোঁয়ায় আলোকসজ্জার বাহার! আসানসোলের পুজোয় থাকছে বাড়তি চমক

Last Updated:

Durga Puja 2025 : পাখিদের খাঁচা মুক্ত করতে, তাঁদের উপযুক্ত বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য মণ্ডপে উঠবে সওয়াল। এমনই অভিনব বার্তা ফুটিয়ে তোলার চেষ্টা করছে আসানসোলের বার্নপুরের একটি দুর্গাপুজো কমিটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, রিন্টু পাঁজা : পাখি বললেই তাদের মিষ্টি সুরে কিচির মিচির ডাক বা বসন্ত কালে কোকিলের মধুর কণ্ঠের ডাকের কথা মনে পড়ে। আমাদের চারপাশে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি। যাদের একেক জনের ডাক একেক রকমের। আমরা সেই ডাক শুনলে সহজেই বলে দিতে পারি কী পাখি ডাকছে। এবার সেই পাখিদের নিয়ে অভিনব ভাবনায় থিম ফুটিয়ে তুলছে আসানসোলের এই মণ্ডপ।
advertisement

পাখি আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করে। শুধু তাই নয় পাখি পরিবেশের জন্য যা করে, সেটা সাধারণত ভাবনার বাইরে। বর্তমান সময়ে দাঁড়িয়ে সমাজ অনেকটাই উন্নত হয়েছে, তবে হারিয়ে যাচ্ছে অনেক পাখি। সেই পাখিদের খাঁচা মুক্ত করতে, তাঁদের উপযুক্ত বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য মণ্ডপে উঠবে সওয়াল। এমনই অভিনব বার্তা ফুটিয়ে তোলার চেষ্টা করছে আসানসোলের বার্নপুরের একটি দুর্গাপুজো কমিটি।

advertisement

আরও পড়ুন : পুজো হত না এলাকায়, হাত বাড়ালেন মহিলারা! লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় এবার প্রথম দশভুজার আরাধনায় বাসিন্দারা

নেতাজি স্পোর্টিং ক্লাবের প্রধান পর্যবেক্ষক সুকান্ত সরকার বলেন, সমাজ অনেকটাই উন্নত হয়েছে। কিন্তু পাখি বা প্রাণীদের ওপরে তার কুপ্রভাব পড়ছে। সমাজে আমাদের পক্ষে যতটা করা সম্ভব, সেটা যদি করা যায় তাহলে সেটা ভাল হবে। সেই বার্তা দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেক বছরই আলোকসজ্জার জন্য একটা সুনাম থাকে নেতাজি স্পোর্টিং ক্লাবের”। উল্লেখ্য, আসানসোল মহকুমার অন্তর্গত বার্নপুর নেতাজী স্পোর্টিং ক্লাবের পুজো ৫৭ তম বর্ষে পদার্পণ করছে।

advertisement

আরও পড়ুন : শালপাতার ঠোঙায় প্রসাদ, শসা দিয়ে প্রতীকী সন্তান! জঙ্গলমহলের জিতিয়া পরবে আজও মানা হয় ‘এইসব’ রীতি

প্রায় ১০ লক্ষ টাকা বাজেটে এবারে তাদের পুজো মণ্ডপ ‘ইচ্ছেডানা’। যেখানে খাঁচা মুক্ত পাখির থিম ফুটিয়ে তোলা হচ্ছে। সমগ্র পুজো মণ্ডপটি বাঁশ, হাঁড়ি, খড়, পাখা, তালপাতা প্রাকৃতিক উপকরণে ফুটিয়ে তোলা হচ্ছে। তারা এই থিমের মাধ্যমে সমাজের মানুষকে বার্তা দিতে চাইছেন, পাখিদের জন্য যেন আমরা একটু সচেতন হতে পারি। তাদের জন্য সাধ্যমত বনাঞ্চল তৈরি করা। তাহলে পাখিগুলি ফিরে পাবে তাঁদের বাসস্থান।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হাজারদুয়ারি এলে কেন গাইড নেওয়া প্রয়োজন, যাওয়ার আগে জানুন
আরও দেখুন

পুজোর সময় মণ্ডপের ভিতরে যখন দর্শনার্থীরা প্রবেশ করবেন, তখন তারা শুনতে পাবেন বিভিন্ন পাখির মিষ্টি শব্দ ও দেখবেন বাহারি আলোকসজ্জা। এমন পরিবেশ তৈরি করা হবে যা দেখতে গেলে আপনার মন ও প্রাণ জুড়িয়ে যাবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইকো-ফ্রেন্ডলি মণ্ডপে পাখির রাজ্য, প্রকৃতির ছোঁয়ায় আলোকসজ্জার বাহার! আসানসোলের পুজোয় থাকছে বাড়তি চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল