TRENDING:

West Bengal Municipal By Election: উপনির্বাচনে জোড়া জয়ে স্বস্তি তৃণমূলের, বিজেপি-কে পিছনে ফেলে আসানসোলে দ্বিতীয় সিপিএম

Last Updated:

বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনেও জয়ী হয়েছে তৃণমূল৷ এই ওয়ার্ডটি তৃণমূলের দখলেই ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দীপক শর্মা, আসানসোল: লোকসভার পর পুরসভার উপনির্বাচন৷ আসানসোলে তৃণমূলের সবুজ ঝড় অব্যাহত৷ উপনির্বাচনে জিতে আসানসোলের মেয়র পদে নিজের জায়গা পাকা করলেন বিধান উপাধ্যায়৷ উল্টো দিকে একদা নিজেদের শক্ত ঘাঁটিতে ফের একবার মুখ পুড়ল বিজেপি-র৷ বরং রক্তক্ষরণ কিছুটা হলেও সামলে উঠে এই উপনির্বাচনেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে সিপিএম৷ যদিও প্রথম স্থানে থাকা তৃণমূল প্রার্থীর সঙ্গে সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোটের ফারাক প্রায় সাড়ে ৫ হাজার ভোটের৷
আসানসোলের পুরসভার উপনির্বাচনে দ্বিতীয় স্থানে থাকল সিপিএম৷
আসানসোলের পুরসভার উপনির্বাচনে দ্বিতীয় স্থানে থাকল সিপিএম৷
advertisement

আসানসোল পুরসভা নির্বাচনে তৃণমূল জিতলেও মেয়র বাছা হয় বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়কে৷ যদিও পুরভোটে তখন লড়েননি বিধান৷ তাই ছ' মাসের মধ্যে তাঁকে ভোটে জিতে আসতে হত৷ সেই কারণেই ৬ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল৷ পদত্যাগ করেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর৷ উপনির্বাচনের দিন তৃণমূল- বিজেপি সংঘাতে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে আসানসোল৷ যদিও ভোটের ফলে দেখা গেল পাঁচশো ভোটও পাননি বিজেপি প্রার্থী৷

advertisement

আরও পড়ুন: আদালতে পেশের আগে হঠাৎ আত্মবিশ্বাসী অনুব্রত, মুখেও ফিরল হাসি! ভোল বদলে রহস্য

সাত ভোট গণনার পর দেখা যায়, মোট ভোট পড়েছে ৮৪৫৭৷ তার মধ্যে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় একাই পেয়েছেন ৬৬৮৩টি ভোট৷ দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী পেয়েছেন ১২০৬টি ভোট৷ বিজেপি-র প্রাপ্ত ভোট ৪৮৫, কংগ্রেস পেয়েছে মাত্র ৮৩টি ভোট৷

advertisement

অন্যদিকে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনেও জয়ী হয়েছে তৃণমূল৷ এই ওয়ার্ডটি তৃণমূলের দখলেই ছিল৷ কিন্তু পুরপ্রতিনিধির মৃত্যু হওয়ায় সেখানে উপনির্বাচন করতে হয়৷ এই ওয়ার্ডে অবশ্য দ্বিতীয় স্থান দখল করতে পেরেছে বিজেপি৷ তৃণমূলের জয়ী প্রার্থী পাপাই রাহা পেয়েছেন ২৮৪২টি ভোট৷ সেখানে বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল পেয়েছেন ৭২৪টি ভোট৷ তৃতীয় স্থানে থাকা বামফ্রন্টের প্রার্থী পেয়েছেন ৩৩২টি ভোট৷ ২১১৮ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী৷

advertisement

জোড়া দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে নিয়ে অস্বস্তির মধ্যেই এই জোড়া জয় নিঃসন্দেহে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে বড় স্বস্তির৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সহ প্রতিবেদন- অনিরুদ্ধ কীর্তনীয়া

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal By Election: উপনির্বাচনে জোড়া জয়ে স্বস্তি তৃণমূলের, বিজেপি-কে পিছনে ফেলে আসানসোলে দ্বিতীয় সিপিএম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল