বার্নপুর পাবলিক ফ্রেন্ডস ক্লাব পুজো কমিটির সদস্য তাপস চট্টোপাধ্যায় জানিয়েছেন, “দর্শনার্থীদের চমক দিতে আমরা প্রত্যেক বছরই বিভিন্ন রকম থিমের পুজো করি। এবারে এই থিমের পুজো সকলের নজর কাড়বে এবং নতুনত্ব কিছু দেখতে পাবে”।
আরও পড়ুন: বেলাইনের টোটোকে লাইনে ফেরাতে বড় পদক্ষেপ রাজ্যের! ‘এই’ নিয়ম না মানলে সব শেষ
advertisement
পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার অন্তর্গত বার্নপুর পাবলিক ফ্রেন্ডস ক্লাব এবারে ৪১ তম বর্ষে পদার্পন করল। প্রত্যেক বছর তারা নিত্যনতুন থিমের চমক দিয়ে থাকে বার্নপুরবাসীকে। এবারও তারা নতুন থিমের চমক নিয়ে আসতে চলেছে। প্রায় ১০ লক্ষ টাকায় তাঁদের থিমের চমক কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ। কুরুক্ষেত্রের যুদ্ধের বিভিন্ন জিনিস বিশেষ করে অস্ত্রশস্ত্র-সহ আরও বাহারি জিনিস আপনি এই মণ্ডপে এলে দেখতে পাবেন এবং ফিরে যেতে পারবেন সেই পুরনো সময়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁশ, প্লাই, বাটাম, নেট দিয়ে বিভিন্ন কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে সমগ্র পুজোর মণ্ডপ। এছাড়াও মণ্ডপের বাইরে কাঠের বিভিন্ন কাজ করা হচ্ছে। দর্শনার্থীরা এলেই দেখতে পাবেন এক অন্যরকম পুজোর থিম যা আগে বার্নপুর, আসানসোল শহরের মানুষজন দেখেননি। পাশাপাশি এই পুজোকে ঘিরে বার্নপুর এসএসপি ময়দানে বসে বিরাট একটি মেলা, সেই মেলাতেও ভিড় জমান বহু মানুষ তাই এবারে কালি পুজোতে প্রতিমা দর্শনের পাশাপাশি পাবেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময়কালে ফিরে যাওয়ার সুবর্ণ সুযোগ এবং অপরদিকে থাকছে বিরাট একটি মেলা।