TRENDING:

Kali Puja 2025: মণ্ডপজুড়ে বিপ্লবী-মনীষীদের কীর্তি! কালীপুজোয় আসানসোলে মেগা আয়োজন, ১৮ লক্ষ বাজেটের এই প্যান্ডেল যেন 'শিক্ষার ভাণ্ডার'

Last Updated:

Kali Puja 2025: এই পুজো মণ্ডপে গেলে মনীষী, বিপ্লবী, সাহিত্যিকদের বিষয়ে জানার সুযোগ মিলবে। তাঁরা এই দেশের জন্য কী কী করেছেন, তাঁদের ছবি, জন্ম-মৃত্যু সাল ও তাঁদের অবদান ফুটিয়ে তোলা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, রিন্টু পাঁজাঃ এই সুন্দর দেশ, এই সুন্দর সমাজ উপহার পেয়েছি যাদের জন্য, এবার তাঁদের সঙ্গে পরিচিত হওয়ার সুবর্ণ সুযোগ। অনেকেই এই দেশের স্বাধীনতার জন্য নিজের বলিদান দিয়েছেন। এবার সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনকারীদের কথা পুজো মণ্ডপে ফুটে উঠবে। পশ্চিম বর্ধমানের আসানসোলের একটি কমিটি এমনই উদ্যোগ নিয়েছে।
advertisement

এই প্যান্ডেলে একযোগে একাধিক মনীষী থেকে শুরু করে লেখিকা, সমাজ সংস্কারক, স্বাধীনতা সংগ্রামী সহ মনীষীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে। এমন অনেক মানুষ আছেন যারা এহেন কৃতীদের বিষয়ে জানতে আগ্রহী। এবার তাঁদের কথাই পুজো মণ্ডপে ফুটে উঠবে।

আরও পড়ুনঃ গ্রামে ছুটতে হবে না! এবার শহরে বসেই মিলবে গ্রামবাংলার আমেজ, আসানসোলবাসীর জন্য দারুণ চমক

advertisement

আসানসোল আপকার গার্ডেন পুজো কমিটির উপদেষ্টা লিল্টু রায় বলেন, “আজ আমরা ঋষি অরবিন্দ ঘোষ, বারীন ঘোষের নাম জানি। কিন্তু আলিপুর বোমায় আরও বিখ্যাত কয়েকজন বিপ্লবী ছিলেন তাঁদের নাম জানতে এখানে আসতে হবে। আমরা এই মনীষী, স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এই পুজোর মণ্ডপ তৈরি করেছি। এখানে আসুন, দেখে যান ও ভাল মেসেজ নিয়ে যান।”

advertisement

আসানসোল আপকার গার্ডেনে এবার বিগ বাজেট পুজো হচ্ছে। ৮৫ তম বর্ষে প্রায় ১৮ লক্ষ টাকা বাজেটে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ। তিনদিন ব্যাপী খ্যাতনামা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে। এবারের থিম ‘রত্নগর্ভা’।

এই পুজো মণ্ডপে গেলে মনীষী, বিপ্লবী, সাহিত্যিকদের বিষয়ে জানার সুযোগ মিলবে। তাঁরা এই দেশের জন্য কী কী করেছেন, তাঁদের ছবি, জন্ম-মৃত্যু সাল ও তাঁদের অবদান ফুটিয়ে তোলা হয়েছে। সতীদাহ প্রথা বন্ধ করার পাশাপাশি বিধবা বিবাহ প্রচলনের বিষয়ে তুলে ধরা হয়েছে। অন্যদিকে বিভিন্ন সাহিত্যিক থেকে শুরু করে দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাতা, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহ বিভিন্ন মনীষী, বিপ্লবীদের কথাও রয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বসিরহাটে মঞ্চ কাঁপিয়ে দিলেন টলিউড নায়িকা শ্রাবন্তী, বিজয়া সম্মিলনীতে বিরাট চমক
আরও দেখুন

মণ্ডপসজ্জায় ব্যবহৃত হয়েছে বাঁশ, লোহার স্ট্রাকচার, প্লাই, ফাইবার, গেলেজ পেপার, কাঁচ ইত্যাদি উপকরণ। এগুলি দিয়েই প্যান্ডেল সাজিয়ে তোলা হয়েছে। প্রত্যেক বছরের মতো এই বছরও প্রতিমায় চমক থাকছে। প্রায় ১২ ফুট উচ্চতার প্রতিমা বানানো হচ্ছে। সব মিলিয়ে, এই বছরও আসানসোলের এই পুজো দর্শনার্থীদের নজর কাড়বে বলে মনে করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: মণ্ডপজুড়ে বিপ্লবী-মনীষীদের কীর্তি! কালীপুজোয় আসানসোলে মেগা আয়োজন, ১৮ লক্ষ বাজেটের এই প্যান্ডেল যেন 'শিক্ষার ভাণ্ডার'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল