TRENDING:

Asani: অশনি আসছে ধেয়ে! লিচু-চাষীদের উপরেও কোপ, মাথায় হাত কৃষকদের

Last Updated:

Asani: এক জন চাষীর বক্তব্য অনুযায়ী, এবারে লিচুর জোগান কম। তার উপর পরিপক্ক হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের ভয়ে গাছ থেকে লিচু পেড়ে ফেলতে হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। আর এই অশনির আতঙ্কে গাছ থেকে অপরিপক্ক লিচু পেড়ে, কম দামে বিক্রি করে দিচ্ছেন নদিয়া জেলার লিচু চাষীরা। লিচু অত্যন্ত সুস্বাদু একটি ফল। এর উপকারিতাও রয়েছে অনেক। গ্রীষ্মে এই ফল খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে মানুষ। কিন্তু অশনির কোপ পড়েছে সেই লিচুর উপরেও। নদিয়া জেলার একাধিক জায়গায় রয়েছে প্রচুর লিচু বাগান। কিন্তু এবার মুখে হাসি নেই সেই সব লিচু চাষীদের। তার প্রধান কারণ, চাষের শুরুতেই, সূর্যের প্রখর তাপে তথা বৃষ্টির অভাবে অধিকাংশ লিচুর মুকুল নষ্ট হয়েছে। এখন আবার ঘূর্ণিঝড়ের আতঙ্ক।
অশনি আসছে ধেয়ে! লিচু-চাষীদের উপরেও কোপ, মাথায় হাত কৃষকদের
অশনি আসছে ধেয়ে! লিচু-চাষীদের উপরেও কোপ, মাথায় হাত কৃষকদের
advertisement

এক জন চাষীর বক্তব্য অনুযায়ী, এবারে লিচুর জোগান কম। তার উপর পরিপক্ক হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের ভয়ে গাছ থেকে লিচু পেড়ে ফেলতে হচ্ছে। এবং তা কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন আড়তদারদের কাছে। চাষীদের দাবি, এক ঝুড়ি লিচুর মূল্য যেখানে ২৫০০ থেকে ৩০০০ টাকা, সেখানে এখন ঘূর্ণিঝড়ের ভয়ে আগেভাগেই লিচু পেড়ে ১৫০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি করে দিচ্ছেন। এর ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন তাঁরা।

advertisement

আরও পড়ুন- দার্জিলিঙে শ্যুটিংয়ে করিনাকে দেখতে মানুষের ভিড়! সঙ্গে কাকে নিয়ে এলেন জানেন?

গ্রীষ্মকালে আম, জাম, লিচু, কাঁঠালের চাহিদা থাকে খুবই বেশি। বিশেষত, জামাইষষ্ঠীর বাজারে আম ও লিচুর চাহিদা প্রতিবছরই থাকে বেশ ভালই। সেই সময়ে, এই সমস্ত ফলের দাম তুলনামূলক ভাবে বেশি। বিশেষ করে লিচুর। বেশ কয়েকদিন বৃষ্টি না হওয়ার ফলে গ্রীষ্মকালীন বিভিন্ন ফল যেমন আম লিচু ইত্যাদির ফলন নষ্ট হয়েছে। তা ছাড়া, সূর্যের প্রখর দাবদাহে বেশিরভাগ লিচু ও আমের মুকুল গিয়েছে পুড়ে। সেই কারণে অন্যান্য বারের তুলনায় এবারে গ্রীষ্মকালীন ফল, চাহিদার তুলনায় যোগান কম হবে বলে জানালেন চাষীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asani: অশনি আসছে ধেয়ে! লিচু-চাষীদের উপরেও কোপ, মাথায় হাত কৃষকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল