মঙ্গলবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির ময়রাচক গ্রামে কুমির আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি দিলীপ দলুই এর পুকুরে একটি কুমির নামতে দেখেন। এলাকাবাসীরা এর পর কুমিরের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজনেরা। খবর দেওয়া হয় বন দফতর।
সাপের গ্রাম! দেশে এমনটি আর কোথাও নেই…মানুষের পাশে কিলবিল করছে ‘প্রতিবেশী’ সাপ! কোথায় জানেন?
advertisement
কুমিরটিকে ধরার জন্য টুলু পাম্পের মাধ্যমে পুকুরের সমস্ত জলসেচের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার পুকুরের জলস্তর কমে গেলে এলাকাবাসীরা দেখতে পান প্রায় সাড়ে পাঁচ ফুটের একটি কুমির। এরপর বন দফতরের পক্ষ থেকে পুকুরটির চারদিক ঘিরে ফেলা হয় এবং প্রায় বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় কুমিরটিকে ধরতে সক্ষম হয় বনদফতরের কর্মীরা। এ বিষয়ে পিয়ালী বিট অফিসার আবু জাফর মোল্লা তিনি জানান, গতকাল রাতে স্থানীয় এক ব্যক্তির পুকুরে কুমির নামতে দেখে এলাকার মানুষজনেরা এর পর খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা এবং পুকুরের জল কমিয়ে কুমির থেকে ধরে ফেলা হয়।
জাফর বলেন, “আমাদের প্রাথমিক অনুমান কুমিরটি মাতলা নদী থেকে এই লোকালয়ে ঢুকে পড়েছে। কুমিরটিকে উদ্ধারের পর শারীরিক পরীক্ষা করে পুনরায় এই কমিটিকে সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে।” দিলীপ দলুই বলেন, “প্রায় সময় আমাদের এই এলাকায় কুমির দেখা যায়। গতকাল রাত আটটার সময় কমিটি পুকুরে দেখা যায়। এর পর বন দফতরকে খবর দিলে দুটো পর্যন্ত কুমিরটিকে ধরার চেষ্টা করা হয়। এর পর মঙ্গলবার সকালে পুনরায় কুমিরটিকে ধরার জন্য বন দফতরের কর্মীরা আসে এবং বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় কুমিরটিকে ধরতে সক্ষম হয় বনদফতরের কর্মীরা।”
সুমন সাহা