আরও পড়ুন: দিঘা জগন্নাথ মন্দিরে এবার নতুন নিয়ম! যাওয়ার আগে অবশ্যই জেনে নিন নইলে শিয়রে বিপদ
এলাকাবাসীর দাবি এর আগে এই শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সে কারণেই জাহাঙ্গিরপুর প্রাইমারি স্কুলে যাতে নতুন করে আবারও দুর্নীতির ঘটনা না ঘটান এই শিক্ষক এ কারণেই তাকে বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। তাদের দাবি এই শিক্ষককে অন্যত্র স্থানান্তরিত করতে হবে। তাদের আরও দাবী এসআই যতক্ষণ না পর্যন্ত ঘটনাস্থলে এসে সুরাহা করবেন ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে স্কুল বন্ধ রাখা বা পঠন-পাঠন বন্ধ রাখার তাদের কোনরকম ইচ্ছে নেই । তাই যতক্ষণ না পর্যন্ত এই শিক্ষকের অন্যত্র বদলি হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।
advertisement
কিন্তু জাহাঙ্গীরপুর প্রাইমারি স্কুলকে কলুষিত করতে দেবেন না। ঘটনার খবর পাওয়া মাত্রই কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। কিন্তু পুলিশের আশ্বস্ততাও মানতে চাইছেন না এলাকাবাসী তাদের দাবি বিদ্যালয় পরিদর্শক এসে সাধারণ অভিভাবক এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলুক এবং এই শিক্ষককে অন্যত্র বদলি করুক অন্যথায় তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। যদিও এই ঘটনায় মুখ খুলতে নারাজ অভিযুক্ত শিক্ষক সুকান্ত সুর।
এরপর স্কুলের টিচার ইনচার্জ অর্চনা সরকার বিদ্যালয়ে আসলে এলাকাবাসী তাকে ঘর খুলতে নিষেধ করেন তারপর পুলিশের সঙ্গে কথা বলে স্কুলের পঠন-পাঠন শুরু করার জন্য উদ্যোগী হন স্কুলের টিচার ইনচার্জ। তিনি জানান কোন শিক্ষক আছেন কর্মক্ষেত্রে যোগ দিতে তা তার জানা নেই তার নামও তিনি জানেন না। তবে পরবর্তীতে পুলিশ এসে কথা বলার পর অভিযুক্ত শিক্ষক স্কুল থেকে চলে গেছেন এবং বর্তমানে স্কুল পঠন পাঠন শুরু করেছে।