আরও পড়ুনঃ আবাক কাণ্ড! একই বিছানায় সাপ ও একটি শিশু! ভিডিওটি দেখলে সত্যি শিহরিত হবেন
নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবাবেগকে বাঁচিয়ে রাখতে সম্প্রতি ‘সুভাষচন্দ্র বসু স্মৃতি রক্ষা সমিতি’ গঠন হয়। ইতিপূর্বে তারা কাশিপুর পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে নেতাজির নামে রাস্তার নামকরণের বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। আর পঞ্চায়েতের পক্ষ থেকে এই প্রস্তাব সাদরে গ্রহণ করা হয়। এ বিষয়ে কাশিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপককুমার বেলথরিয়া জানান, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে কাশিপুরের মানুষজনের আবেগের কথা মাথায় রেখে রাস্তা ও মোড়ের নামকরণ করা হল নেতাজির নামে। এই কাজে অংশগ্রহণ করতে পেরে আমরা আপ্লুত।
advertisement
এ বিষয়ে সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, কাশিপুর গ্রাম পঞ্চায়েতের কাছে একটি প্রস্তাব দিয়েছিলাম। আমরা বলেছিলাম নেতাজির পদার্পনকে স্মরণ করার জন্য তাঁর নামে রাস্তা ও মোড়ের নামকরণ করা হোক। আমাদের প্রস্তাবে সাড়া দিয়ে কাশিপুর গ্রাম পঞ্চায়েত সেই কাজ করেছে। এর মধ্য দিয়ে শুধু দেশনায়ককে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে নেতাজির ভাবধারাকেও তুলে ধরা গেল।
১৯৩৯ সালে ৯-ই ডসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু জ্বর গায়ে পুরুলিয়ায় মোট ৩০ টি সভা করেছিলেন। এইদিন সেইসব এলাকায় নেতাজির স্মরণে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। এদিন নেতাজি স্মরণে প্রভাতফেরি ও অনুষ্ঠান হয় শহর পুরুলিয়ার জুবিলি ময়দান , হুটমুড়া , লক্ষণপুর , আদ্রার পলাশকোলা , আনাড়া , জয়পুর , ঝালদা, তুলিন। সুভাষচন্দ্র বসু স্মৃতি রক্ষা সমিতি এই অনুষ্ঠানে আজয়ন করে ছিল। নেতাজির ভাবধারাকে বাঁচিয়ে রাখতে এই সংগঠন সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি