পঞ্চম শ্রেণীর ছাত্র ঋক গড়াই বানিয়েছে একটি জাহাজ। যে জাহাজ দেখতে হুবহু পাল তোলা পুরানো দিনের যুদ্ধ জাহাজের মতো। ঋক বলেছে স্কুলের আঁকার শিক্ষক প্লেন, জাহাজ সম্পর্কে ভাল করে বোঝানোর পরেই তার নিজের মত করে জাহাজ তৈরি করার ইচ্ছা হয়। তার এই জাহাজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। ছাত্রদের হাতের কাজের প্রতি উৎসাহ দিতে একটি মিউজিয়াম করার কথাও উঠেছে ইতিমধ্যে। এই বিষয়ে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন, বিশিষ্ট চিত্রশিল্পী এবং বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক মহাদেব মুখোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন : মাটির নীচে ঘুমিয়ে কয়েকশো বছরের অতীত, ইতিহাসের টানে আসুন ঘরের কাছেই এই ঐতিহাসিক কেন্দ্রে
সমাজ পাল্টেছে। যুগ বদলে যাচ্ছে। বড় বড় শহর গুলিতে রং তুলি ছেড়ে হাতে স্মার্টফোন ধরেছে স্কুলপড়ুয়ারা। কিন্তু বাঁকুড়ায় অন্য ছবি। এখনও যে বাবা মা বাড়িতে না থাকলে আঁকার খাতা নিয়ে বসে ছাত্র-ছাত্রীরা, তাদের এই জ্বলন্ত উদাহরণ হল ঋক ও রিকু। উল্টোরথের দিন নারকেলে তারা ফুটিয়েছে জগন্নাথ দেবকে। শৈশবের মাধুরী মিশিয়েছে সৃষ্টিশীলতায়।