আরও পড়ুন: অন্ধকার ঘুচে আলোয় ফিরবে ঘোড়ামারা
নদিয়ার এই শিল্পী অযোধ্যার রাম মন্দিরের আদলে দেড় ইঞ্চির রাম মন্দির ও বজরংবলীর মূর্তিও তৈরি করেছেন। মানিকবাবু রানাঘাটের রামনগর আইসতলা এলাকার বাসিন্দা। তাঁর তৈরি ক্ষুদ্র রামের মূর্তি ও রাম মন্দিরটি নিয়ে অযোধ্যায় পৌঁছানোর ইচ্ছা থাকলেও পরিস্থিতির প্রতিকূলতায় তা সম্ভব হয়ে ওঠেনি বলে জানান মানিকবাবু। তবে ভবিষ্যতে কোনও মিউজিয়ামে তাঁর তৈরি এই ক্ষুদ্র রাম মন্দির ও রামের মূর্তিটি সংরক্ষণ করা হলে খুশি হবেন বলে জানিয়েছেন এই শিল্পী।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উল্লেখ্য সাড়ম্বরের উদ্বোধন করা হয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। তবে এই ঘটনা উপলক্ষে রানাঘাটের মিনিয়েচার আর্টিস্ট মানিক দেবনাথের সৃষ্টি সত্যিই অন্যরকম তা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। তাঁর এই কাজ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।
মৈনাক দেবনাথ