আরও পড়ুন: নদীতে ভেসে যাচ্ছিল কাঠ, হয়ে গেল মহিলা! কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ গ্রামবাসীর
নতুন প্রজন্মের তরুণ-তরুনীরা গিয়ে সেলফিও তুলছেন গাছের পাশে দাঁড়িয়ে। তার জেরেই খুশি শিল্পীও। গাছকে ভালোবাসুক সকলে সেই বার্তাই যেন তুলে ধরতে চান এই শিল্প সৃষ্টির মধ্যে দিয়ে। সোশ্যাল মিডিয়াও ভাইরাল হয়েছে এই গাছের ছবি। বানিপুর বসন্ত উৎসব কমিটির উদ্যোগে প্রতিবছর অনুষ্ঠানের আয়োজন করা হয় বানিপুরে। সেই অনুষ্ঠানের অংশ হিসেবেই এই গাছ শোভা পাচ্ছে বানিপুরের নানা জায়গায়। বসন্ত উৎসব কমিটির সহযোগিতায় শিল্পী এলাকার নানা গাছে এভাবেই স্প্রে রং ব্যবহার করে এঁকে চলেছেন একের পর এক নানা ছবি। তবে উৎসব কমিটির তরফ থেকে দাবি করা হয়, এমন শিল্পীদের যোগ্য সন্মান দিক প্রশাসন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এলাকাবাসীরাও এখন চাইছেন দীর্ঘদিন ঝকঝকে থাকুক গাছের গায়ে সঞ্জয় সরকারের এই শিল্প সৃষ্টি, বেঁচে থাকুক প্রাণ।
Rudra Nrayan Roy