TRENDING:

এত বড় পাইথন! বিরাট সাপ দেখে গ্রামে হইচই, আপনারও চোখ ছানাবড়া হতে পারে!

Last Updated:

Python Snake- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের ঢোড়াবিলা গ্রামে রবিবার রাতে হঠাৎ করেই দেখা মেলে এক বিশাল আকৃতির পাইথনের। লোকালয়ের মধ্যে বিশাল সাপটিকে ঘোরাঘুরি করতে দেখে প্রথমে অবাক হন স্থানীয় বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের ঢোড়াবিলা গ্রামে রবিবার রাতে হঠাৎ করেই দেখা মেলে এক বিশাল আকৃতির পাইথনের। লোকালয়ের মধ্যে বিশাল সাপটিকে ঘোরাঘুরি করতে দেখে প্রথমে অবাক হন স্থানীয় বাসিন্দারা, তারপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।
advertisement

মুহূর্তের মধ্যে খবর পৌঁছে যায় বন দপ্তর ও চন্দ্রকোনা থানায়। গ্রামের ভেতরে বিশাল সাপ! আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতের দিকে গ্রামের একাধিক বাসিন্দা দেখতে পান, একটি প্রায় ১২ ফুট লম্বা পাইথন গ্রামের একপ্রান্তে রাস্তায় এবং ঘরের ধারে ঘোরাঘুরি করছে।

প্রথমে কেউ বিষয়টি বুঝতে না পারলেও ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায় যে এটি একটি বিশাল অজগর সাপ। সঙ্গে সঙ্গে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। অনেকেই বাড়ির দরজা-জানালা বন্ধ করে দেন। বন দফতরের রেসকিউ টিম পাইথন উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় সাপ উদ্ধারের প্রস্তুতি।

advertisement

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর, বনকর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পাইথনটিকে আটক করে। জানা যায়, পাইথনটি সম্পূর্ণ সুস্থ এবং কোনও আঘাতপ্রাপ্ত নয়। এরপর সাপটিকে নিরাপদে সংরক্ষণের জন্য বন বিভাগের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয়।

View More

আরও পড়ুন- সেই পুরনো দিন ফিরে এল ঋষভ পন্থের জীবনে! আবার সেই পুরনো ‘সঙ্গী’কে সঙ্গে নিয়ে চলতে হবে!

advertisement

বন দফতরের প্রাথমিক অনুমান অনুযায়ী, ঢোড়াবিলা গ্রামের পাশেই অবস্থিত ধামকুড়িয়ার জঙ্গল থেকে পাইথনটি খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। এই ধরনের ঘটনা বর্ষার সময় বেশি ঘটে থাকে, কারণ জঙ্গলভিত্তিক প্রাণীরা তখন প্রায়ই খাদ্য ও আশ্রয়ের খোঁজে মানুষের বসতির কাছে চলে আসে। বন দফতরের তৎপরতা ও সফল উদ্ধার অভিযানের জন্য অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। রেসকিউ টিমের সদস্যরা পরে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলেন এবং সাপ সম্পর্কে নানা তথ্য দেন।

advertisement

গ্রামবাসীদের বলা হয়, ভবিষ্যতে যদি এই ধরনের প্রাণী চোখে পড়ে তবে আতঙ্কিত না হয়ে দ্রুত বন দফতর বা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। সাপকে মারা বা আঘাত করা আইনবিরুদ্ধ বলেও জানান তাঁরা।

মিজানুর রহমান 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এত বড় পাইথন! বিরাট সাপ দেখে গ্রামে হইচই, আপনারও চোখ ছানাবড়া হতে পারে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল