২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরির সেনা ছাউনিতে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ নিহত হন হাওড়ারই জগৎবল্লভপুরের যমুনা বালিয়া গ্রামের গঙ্গাধর দলুই-সহ ১৯ জন জওয়ান৷ গঙ্গাধর বিহার রেজিমেন্টের সদস্য ছিলেন৷ বর্তমানে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতে ভারতীয় সেনাদের দ্বারা একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংসের মত ঘটনা কিছুটা বুকের যন্ত্রণা কম করার মত এমনটাই জানালেন গঙ্গাধর দলুই-এর পরিবার৷ যমুনা বালিয়া থেকে কিছু দূরে নতুন বাড়ি তৈরি করেছেন ওঙ্কারনাথবাবু সেখানেই থাকেন তাঁরা,সেই বাড়ির নাম দিয়েছেন ‘শহিদ গঙ্গাধর ভবন’৷
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
ছেলের স্মৃতি বুকে আগলে দিন কাটানো গঙ্গাধরের বাবা ওঙ্কারনাথ দলুই বলেন, আমার ছেলেকে জঙ্গিরা যে ভাবে মেরেছে, তার যন্ত্রণা আমি বুঝি৷ এবার নিরীহ পর্যটকদেরও ওরা ছাড়ল না৷ এবারের ভারতের সেনা অভিযানে আমার পুত্র হারানোর যন্ত্রণার উপশম হয়েছে৷ এই পদক্ষেপের ফলে তাঁর ছেলের আত্মা নিশ্চিতভাবেই শান্তি পাবে বলেও জানান ওঙ্কারনাথবাবু৷
আরও পড়ুনMandarmani Hotel: রাতের অন্ধকারে মন্দারমণির হোটেলে হইচই! উদ্ধার হওয়া এক বেআইনি জিনিস নিয়ে তোলপাড়
ভারতীয় বাহিনীর এই অভিযান কিছুটা হলেও সন্তান হারানোর জ্বালায় প্রলেপ দিয়েছে বলে জানায় গঙ্গাধর দলুই-এর মা শিখা দলুই৷ এইভাবে সম্পূর্ণ রূপে জঙ্গি দমনে করলে আর কোনও মায়ের কোল খালি হবে না বলেও প্রত্যয়ের সুর শোনা গেল শিখা দলুই-এর কণ্ঠে৷
রাকেশ মাইতি